স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, কুমিল্লার কলেজছাত্রী সোহাগী জাহান তনু হত্যার তদন্ত প্রতিবেদন ‘শিগগির’ প্রকাশ করা হবে।
Published : 05 May 2018, 11:24 PM
দুই বছর আগের আলোচিত এই হত্যাকাণ্ডে এখনও কেউ গ্রেপ্তার না হওয়ায় বিভিন্ন মহলের সমালোচনার মধ্যে শনিবার আশুলিয়ায় এক অনুষ্ঠানে তিনি একথা বলেন।
তিনি বলেন, “তনু হত্যাকাণ্ডের ঘটনাটি উচ্চপর্যায়ে তদন্ত চলছে। তদন্ত প্রতিবেদন শিগগির আলোর মুখ দেখবে।”
সোহাগী জাহান তনু
এই হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তার দাবিতে দেশজুড়ে বিক্ষোভ হয়। সেনানিবাসের মতো সুরক্ষিত জায়গায় কীভাবে এই হত্যাকাণ্ড ঘটল তা নিয়ে প্রশ্ন তোলেন অনেকে। থানা পুলিশ হয়ে সিআইডি এর তদন্ত করে।
তনুর খুনিদের গ্রেপ্তারের দাবিতে এই কর্মসূচি ঢাকা বিশ্ববিদ্যালয়ে
বিকালে আশুলিয়ায় ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ২১তম কনভেনশন অন স্টুডেন্টস কোয়ালিটি কন্ট্রোল সার্কেল ২০১৮-এর সমাপনী অনুষ্ঠানে যোগ দেন স্বরাষ্ট্রমন্ত্রী।
তিনি বলেন, “টেকসই উন্নয়নে গুণগত শিক্ষার ওপর জোর দিতে হবে। গুরুত্ব দিতে হবে মানসম্মত শিক্ষার ওপর।”
সবাইকে লেখাপড়ায় মনোযোগী হওয়ার আহ্বান জানান তিনি।
আরও খবর-