তনুর বাবা-মাকে ঢাকায় ডেকেছে সিআইডি

কুমিল্লায় হত্যার শিকার কলেজছাত্রী সোহাগী জাহান তনুর বাবা-মাসহ পরিবারের পাঁচ সদস্যকে ঢাকায় ডেকে পাঠিয়েছে সিআইডি।

কুমিল্লা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 21 Nov 2017, 03:52 PM
Updated : 22 Nov 2017, 06:20 AM

মঙ্গলবার রাতে তনু মা আনোয়ারা বেগম এ কথা জানান।

গত বছরের ২০ মার্চ খুন হন নাট্যকর্মী তনু (১৯)। ওইদিন রাতে কুমিল্লা সেনানিবাসের ভেতরের একটি ঝোঁপ থেকে তার লাশ উদ্ধার করা হয়। তাকে ধর্ষণের পর হত‌্যা করা হয়েছিল বলে ধারণা করছিলেন স্বজনরা।

কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ইসলামের ইতিহাস বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্রী ও নাট্যকর্মী ছিলেন তিনি।

ঘটনার পরদিন তনুর বাবা ইয়ার হোসেন অজ্ঞাতদের বিরুদ্ধে কোতোয়ালি মডেল থানায় হত্যা মামলা করেন।

তনুর মা আনোয়ারা বেগম

আনোয়ারা বেগম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “মামলার তদন্ত কর্মকর্তা ও সিআইডি কুমিল্লার সিনিয়র সহকারী পুলিশ সুপার জালাল উদ্দীন আহমেদ স্বাক্ষরিত একটি চিঠি পেয়েছি। চিঠিতে আমাদের পরিবারের পাঁচ সদস্যকে বুধবার সকাল ১০টায় ঢাকায় সিআইডির কার্যালয়ে থাকতে বলা হয়েছে।

“আমরা কাল সকাল ৬টায় ঢাকার পথে রওনা হব।”

কেন তাদের ডেকে পাঠিয়েছে তা নিয়ে কিছু জানাননি তনুর মা।

তনুর বাবা-মা ছাড়া অন্য যাদের ডাকা হয়েছে তারা হলেন- তনুর ভাই আনোয়ার হোসেন রুবেল, চাচাত ভাই মিনহাজ ও বোন লাইজু।