আচরণবিধি লঙ্ঘন: গাজীপুরে ১১ জনকে জরিমানা

আচরণবিধি লঙ্ঘনের দায়ে গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনের আট কাউন্সিলর প্রার্থীসহ ১১ জনকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

গাজীপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 30 April 2018, 04:01 PM
Updated : 30 April 2018, 04:01 PM

সোমবার দিনভর অভিযান চালিয়ে তাদের এ জরিমানা করা হয় বলে গাজীপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সঞ্জীব কুমার দেবনাথ জানান।

তিনি জানান, বড় ব্যানার টানানো, পোস্টার লাগানোর সময় অন্য কাউন্সিলরের কর্মীকে মারধর, রঙিন পোস্টার লাগানো, নির্বাচনী বিধি ভঙ্গ করে শোডাউন এবং প্রচারে একাধিক মাইক ব্যবহার করার অভিযোগে আট কাউন্সিল প্রার্থী ও তাদের কর্মীদের ৯৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

গাজীপুরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জুবের আলম, সহকারী কমিশনার (ভূমি) টঙ্গী রাজস্ব সার্কেল শারমিন আরা, সহকারী কমিশনার সুমনা আল মজিদ, নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদা শাহরীন মাধবী এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা ও জরিমানা আদায় করেন বলে জানান সঞ্জীব কুমার দেবনাথ।