নরসিংদীতে ‘ডাকাতের হামলায়’ গৃহবধূ নিহত

নরসিংদীতে কথিত ডাকাতের হামলায় এক গৃহবধূর মৃত্যু হয়েছে; এছাড়া আহত হয়েছেন তার স্বামী।

নরসিংদী প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 24 March 2018, 09:44 AM
Updated : 24 March 2018, 09:45 AM

পরিবার ডাকাতের হামলা বলে দাবি করলেও পুলিশ ডাকাতির আলামত পায়নি বলে জানিয়েছে।

শিবপুর থানার ওসি আবুল কালাম আজাদ বলেন, চর লাখপুর গ্রামে শুক্রবার রাত ৩টার দিকে তাদের ওপর এই হামলা হয়।

নিহত নার্গিস আক্তার (২২) ওই গ্রামের মুরগির খামারি লোকমান মিয়ার (২৫) স্ত্রী।

নার্গিসের মামা আবু সিদ্দিক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “নার্গিসের শ্বশুড়বাড়ির লোকজন রাত ৩টার দিকে মোবাইল ফোনে জানান, ডাকাতরা নার্গিসকে কুপিয়ে হত্যা করেছে। আর লোকমানকে কুপিয়ে আহত করেছে।”

রাতেই পরিবারের লোহজন লোকমানকে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে যায়।

হাসপাতালের চিকিৎসক মিজানুর রহমান বলেন, “লোকমানকে গুরুতর অবস্থায় হাসপাতালে আনা হয়। তার মাথায়, ঘাড়ে, হাতে, পায়ে ও পেটে কোপানো হয়েছে।”

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

ওসি আজাদ বলেন, লোকমানের বাড়ি গিয়ে ডাকাতির আলামত পাওয়া যায়নি। কথিত ডাকাতরা কোনো মালপত্র নেয়নি। এটি আসলে ডাকাতের হামলা নাকি পরিকল্পিত হত্যাকাণ্ড তা তদন্ত করে দেখা হচ্ছে। তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।