গাজীপুরে দুই অগ্নিকাণ্ডে পুড়ল চার দোকান

গাজীপুর নগরীতে পৃথক অগ্নিকাণ্ডে চারটি দোকান পুড়ে গেছে।

গাজীপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 13 March 2018, 04:26 AM
Updated : 13 March 2018, 04:32 AM

মঙ্গলবার সকাল ৬টার দিকে ভোগড়া ও ভোর সাড়ে ৩টার দিকে টঙ্গীতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে বলে ফায়ার সার্ভিস জানায়।

তবে এতে কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি।

জয়দেবপুর ফায়ার স্টেশনের স্টেশন অফিসার জাকির হোসেন বলেন, সকাল ৬টার দিকে ভোগড়া বাইপাস মোড় এলাকায় একটি আটোরিকশার গ্যারেজে আগুন লাগে।পরে তা পাশের আরও দুটি দোকানে ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে জয়দেবপুর ফায়ার স্টেশনের দুটি ইউনিট গিয়ে প্রায় ২০মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে বলে জানান তিনি।  

অন্যদিকে টঙ্গীর মধুমিতা এলাকায় একটি আসবাবপত্রের দোকান পুড়ে গেছে বলে গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আক্তারুজ্জামান লিটন জানান।

তিনি বলেন, আনারকলি সিনেমা হলের কাছে শাহজালাল অ্যান্ড শাহজামাল এন্টারপ্রাইজে আগুন লাগে। মুহূর্তের মধ্যে তা পুরো দোকান, শো-রুম ও ডিসপ্লে রুমে ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে উত্তরা, তেজগাঁও, কুর্মিটোলাসহ ফায়ার সার্ভিসের আটটি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি বলে ফায়ার সার্ভিস কর্মকর্তা লিটন জানান।