বেনাপোলে স্বর্ণের বারসহ ভারতীয় আটক

যশোরের বেনাপোল সীমান্ত পথে ভারতে পাচারের চেষ্টার অভিযোগে চারটি স্বর্ণের বারসহ এক ভারতীয়কে আটক করেছে বিজিবি।

বেনাপোল প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 20 Feb 2018, 12:38 PM
Updated : 20 Feb 2018, 12:43 PM

মঙ্গলবার আমড়াখালি বিজিবি চেকপোস্টে গ্রিন লাইন পরিবহনে এ অভিযঅন চালানো হয় বলে জানান বেনাপোল চেকপোস্ট আইসিপি ক্যাম্পের সুবেদার আব্দুল ওয়াহাব।

আটক ইসমাইল হোসেন শেখ (৪০) ভারতের চেন্নাইয়ের সেলিম শেখের ছেলে।

আব্দুল ওয়াহাব বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ভারতে স্বর্ণ পাচারের গোপন সংবাদ পেয়ে বিজিবির টহলদল ঢাকা থেকে আসা গ্রিন লাইন পরিবহনে তল্লাশি করে এক যাত্রীকে আটক করে।

“পরে তার দেহ তল্লাশি করে চারটি স্বর্ণের বার পাওয়া যায়, যার ওজন দুই কেজি ১৫৮ গ্রাম। এগুলোর আনুমানিক মূল্য ৯২ লাখ ৭৯ হাজার ৪০০ টাকা।”

ওয়াহাব বলেন, উদ্ধার করা স্বর্ণ বেনাপোল শুল্ক ভবনে এবং আটক ইসমাইলকে বেনাপোল পোর্ট থানায় সোর্পদ করা হয়েছে বলে জানান তিনি।