বিলবোর্ডে আগুন: ৩ যুবদল কর্মী আটক, নাশকতার মামলা

রাজশাহীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভার প্রচারের বিলবোর্ডে অগ্নিসংযোগের ঘটনায় নাশকতার মামলা হয়েছে।

রাজশাহী প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 17 Feb 2018, 02:51 PM
Updated : 17 Feb 2018, 02:52 PM

আওয়ামী লীগ কর্মী আবুল হোসেন শামীম শনিবার নগরের রাজপাড়া থানায় মামলাটি দায়ের করেন বলে ওসি হাফিজুর রহমান হাফিজ জানান।

মামলায় তিনজনের নাম উল্লেখসহ অজ্ঞাত পরিচয় ২২ জনকে আসামি করা হয়েছে।

তিনি জানান, এ মামলায় তিন যুবদল কর্মীকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে চালান দেওয়া হয়েছে। এরা হলেন পাপন হোসেন, রাব্বুল আলী ও উৎপল। 

শুক্রবার রাত সাড়ে ১২টার দিকে নগরের রাজপাড়া থানার ঘোষপাড়া মোড়ে রাজশাহীতে প্রধানমন্ত্রীর জনসভার প্রচারের বিলবোর্ডে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ করে অজ্ঞাত বক্তিরা।

ঘটনার পরপরই পুলিশ ওই এলাকায় অভিযান চালিয়ে সন্দেহভাজান তিন যুবদল কর্মীকে আটক করে।

আগামী ২২ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজশাহী সফর করার কথা রয়েছে।