সোনারগাঁয়ে উত্ত্যক্তকারীর হামলায় যুবক খুনে গ্রেপ্তার ২

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে উত্ত্যক্তকারীর হামলায় যুবক নিহতের মামলায় প্রধান আসামিসহ দুই জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

নারায়ণগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 19 Jan 2018, 10:57 AM
Updated : 19 Jan 2018, 10:57 AM

কক্সবাজার জেলা সদরের পশ্চিম গোমাতলী গ্রাম থেকে বৃহস্পতিবার রাতে তাদের গ্রেপ্তার করা হয়।

শুক্রবার নারায়ণগঞ্জ পুলিশ সুপারের কার্যালয়ে সংবাদ সম্মেলনে জেলা গোয়েন্দা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মনিরুল ইসলাম এ তথ্য জানান।

গ্রেপ্তাররা হলেন মামলার প্রধান আসামি সোনারগাঁ উপজেলার বন্দেরার রফিকুল ইসলামের ছেলে জাকির হোসেন (২৭) এবং জাকিরের সহযোগী একই এলাকার সারোয়ার মিয়ার ছেলে আলো মিয়া (২৫)।

মনিরুল ইসলাম বলেন, সোনারগাঁর ছোট সাদীপুর গ্রামের এক কলেজ ছাত্রীকে কলেজে যাওয়া আসার পথে পার্শ্ববর্তী এলাকার জাকিরসহ কয়েকজন বখাটে যুবক উত্ত্যক্ত করত।বিষয়টি ওই ছাত্রী পরিবারের সবাইকে জানালে তার মামাত ভাই সুলতান আহম্মেদ মিন্টু বখাটে যুবকদের কাছে গিয়ে এর প্রতিবাদ জানান এবং উত্ত্যক্ত করতে নিষেধ করেন।

মামরার বরাত দিয়ে তিনি আরও বলেন, এর জেরে পূর্বপরিকল্পিতভাবে গত ১২ জানুয়ারি সকালে জাকির ও তার সহযোগীরা মিন্টুর উপর হামলা চালিয়ে কুপিয়ে ও পিটিয়ে মারাত্মক জখম করে। রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দুইদিন পর (১৪ জানুয়ারি) মিন্টুর মৃত্যু হয়।

এ ঘটনায় ১৬ জানুয়ারি মিন্টুর বাবা সামছুল হক প্রধান ওরফে সুরুজ মিয়া বাদী হয়ে ১৩ জনকে আসামি করে সোনারগাঁ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।