দিনাজপুরের বিরল পৌরসভায় মেয়র পদে আওয়ামী লীগের সবুজার সিদ্দিক সাগর বিজয়ী হয়েছেন।
Published : 28 Dec 2017, 07:50 PM
বিরল উপজেলা নির্বাচন কর্মকর্তা রফিকুল ইসলাম বৃহস্পতিবার সন্ধ্যায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ তথ্য জানান।
তিনি জানান, আওয়ামী লীগ প্রার্থী পেয়েছেন ২ হাজার ৪৩৩ ভোট। তার নিটকতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র (আওয়ামী লীগের বিদ্রোহী) প্রার্থী শফিকুল আজাদ মনি পেয়েছেন ২ হাজার ৪২১ ভোট ।
মাত্র ১২ ভোটের ব্যবধানে আওয়ামী লীগ প্রার্থী বিজয়ী হয়েছে বলে জানান তিনি।