শাবি ভর্তি পরীক্ষায় জালিয়াতি: আটক ২ জনের বিরুদ্ধে মামলা

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় জালিয়াতির অভিযোগে আটক দুইজনের বিরুদ্ধে মামলা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

শাহজালাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 19 Nov 2017, 10:23 AM
Updated : 19 Nov 2017, 10:23 AM

রোববার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. ইশফাকুল হোসেন বাদী হয়ে তথ্য ও প্রযুক্তি আইনে মামলাটি করেন বলে সিলেট কোতোয়ালি থানার ওসি মো. গৌসুল হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান।

শনিবার বিশ্ববিদ্যালয়ের ২০১৭-১৮ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষার সময় এ দুইজনকে আটক করা হয়।

এরা হলেন গাজীপুরের কলিয়াকৈর থানার বারইপাড়া গ্রামের বেলায়েত হোসেনের ছেলে মেহেদী হাসান ও টাঙ্গাইলের মধুপুর থানার আবুল কাশেমের ছেলে ছানোয়ার হোসেন।

রেজিস্ট্রার বলেন, শনিবার বিকালে বি ইউনিটের পরীক্ষা চলাকালীন নগরীর রাজা জিসি হাই স্কুল কেন্দ্র থেকে একজনকে এবং লিডিং ইউনিভর্সিটি কেন্দ্র থেকে ইলেকট্রনিক ডিভাইসসহ আরেকজনকে আটক করেন হলের পরিদর্শকরা। পরে খবর পেয়ে পুলিশে গিয়ে তাদের গ্রেপ্তার করে নিয়ে যায়।

“আটককৃতরা তাদের অপরাধ স্বীকার করেছে। পরীক্ষার নিয়ম নীতি অমান্য করার অপরাধে তাদের বিরুদ্ধে আমরা মামলা করেছি।”