গাজীপুরে এতিম শিশুদের বিনামূল্যে ডিম বিতরণ

বিশ্ব ডিম দিবসে গাজীপুরে এতিম ও সুবিধাবঞ্চিতদের মাঝে বিনামূল্যে সাড়ে ১০ হাজার ডিম বিতরণ করা হয়েছে।

গাজীপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 13 Oct 2017, 01:50 PM
Updated : 13 Oct 2017, 01:50 PM

বাংলাদেশ পোল্ট্রি ইন্ড্রাস্ট্রি ও জেলা প্রাণিসম্পদ বিভাগ শুক্রবার এ আয়োজন করেছে।

এর আগে শহরে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়।

গাজীপুর সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা  মো. জহিরুল ইসলামের নেতৃত্বে শোভাযাত্রা জেলা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

পরে ডিমের গুণাগুণ নিয়ে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন জহিরুল ইসলাম।

তিনি বলেন, দিনটি পালনোপলক্ষে জেলার বিভিন্ন মাদ্রাসার এতিম ও সুবিধাবঞ্চিত শিশুদের মধ্যে বিনামূল্যে সাড়ে ১০ হাজার ডিম বিতরণ করা হয়েছে।

এছাড়া সামাবেশ ও র‌্যালিতে অংশগ্রহণকারীদেরকে বিনামূল্যে  সিদ্ধ ডিম খাওয়ানো হয় বলেও তিনি জানান।

শোভাযাত্রা শেষে ‘আগে এলে আগে পাবেন’ ভিত্তিতে সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তার কার্যালয়ের সামনে প্রতিটি ৩ টাকা দরে তিন হাজার ডিম বিক্রি করা হয়।

শোভাযাত্রায় জেলা ভেটেরিনারি সার্জন (ভিএস) মো. লুৎফর রহমান, গাজীপুর সদর উপজেলা ভেটেরিনারি সার্জন (ভিএস) আব্দুল্লাহ আল মারুফ, সদর উপজেলা প্রাণিসম্পদ কার্যালয়ের কৃত্রিম প্রজনন সহকারী মো. বিল্লাল হোসেন খান, সদর উপজেলা প্রাণিসম্পদ সহকারী (ইউএলএ) মো. আনিছুর রহমান সিদ্দিকী প্রমুখ অংশ নেন।