দুর্নীতির অভিযোগে নবীনগরের মেয়র বরখাস্ত

দুর্নীতি ও অনিয়মের অভিযোগে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর পৌরসভার মেয়র মো. মাঈন উদ্দিনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 6 Oct 2017, 08:03 AM
Updated : 6 Oct 2017, 08:04 AM

নবীনগর উপজেলা নির্বাহী কমকর্তা (ইউএনও) সালেহীন তানভীর গাজী জানান, বৃহস্পতিবার মেয়রকে বরখাস্ত করে চিঠি পাঠিয়েছে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়।

গত ১১ মে পৌরসভার ১০ জন কাউন্সিলর জেলা প্রশাসকের কাছে মেয়রের বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের মাধ্যমে অর্থ আত্মসাতের লিখিত অভিযোগ দেন।

ইউএনও তানভীর বলেন, মেয়রের বিরুদ্ধে ওঠা দুর্নীতি ও অনিয়মনের অভিযোগ তদন্ত করা হয়েছে। বরখাস্তের আদেশ প্রত্যাহার না হওয়া পর্যন্ত তার জায়গায় প্যানেল মেয়র কবির হোসেন দায়িত্ব পালন করবেন।

তবে মেয়র মাঈন অভিযোগ করেছেন, তিনি বিএনপির রাজনীতি করায় শাসক দলের লোকজন তার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছেন।

“আমার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ পুরোপুরি ভিত্তিহীন।”

মেয়র মাঈন নবীনগর উপজেলা বিএনপির সহ-সভাপতি। তিনি এখনও বরখাস্ত হওয়ার চিঠি পাননি বলে জানিয়েছেন।