১৬ দিন পর লালমনিরহাট-বুড়িমারী ট্রেন চালু

বন্যায় লাইন ক্ষতিগ্রস্ত হয়ে ১৬ দিন বন্ধ থাকার পর বুড়িমারী-লালমনিরহাট রেলপথে ট্রেন চলাচল শুরু হয়েছে।

লালমনিরহাট প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 29 August 2017, 04:41 AM
Updated : 29 August 2017, 06:28 AM

হাতীবান্ধা রেলস্টেশনের মাস্টার নূরন্নবী জানান, মঙ্গলবার সকাল ৮টায় বুড়িমারী স্টেশন থেকে পার্বতীপুরগামী একটি লোকাল ট্রেন তার স্টেশন অতিক্রম করেছে।  

দ্বিতীয় দফায় বন্যায় পানির প্রবল স্রোতের কারণে গত ১২ অগাস্ট লালমনিরহাট-বুড়িমারী রেলপথের হাতীবান্ধা স্টেশন সংলগ্ন এলাকায় ১০৫ ফুট রেললাইন ভেঙে যায়।

এ পরিস্থিতিতে পরদিন সকাল থেকে এই রেলপথে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায় বলে লালমনিরহাট রেলওয়ে বিভাগীয় প্রকৌশলী আরিফুল ইসলাম জানান।

গত ১৬ দিন লালমনিরহাট থেকে ভোটমারী স্টেশন পর্যন্ত ট্রেন চলাচল করলেও ভোটমারী থেকে বুড়িমারী স্থলবন্দর স্টেশন পর্যন্ত ট্রেন যেতে পারেনি।  

পানি কমায় ক্ষতিগ্রস্ত লাইন মেরামত শেষে মঙ্গলবার আবার ট্রেন চলাচল শুরু হল বলে জানান আরিফুল ইসলাম।