সৈয়দপুরে পরিবেশকের সিন্দুক ভেঙে ২০ লাখ টাকা চুরি

নীলফামারীর সৈয়দপুরে এক সিগারেট কোম্পানির পরিবেশকের সিন্দুক ভেঙে ২০ লাখ টাকা চুরির অভিযোগ পাওয়া গেছে।

নীলফামারী প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 18 Dec 2016, 02:38 PM
Updated : 18 Dec 2016, 02:38 PM

রোববার সকালে শহরের পুরাতন বাবুপাড়ায় ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ এর নীলফামারীর পরিবেশক মেসার্স শাইরিন এন্টারপ্রাইজের কার্যালয়ে চুরি এ ঘটনা জানাজানি হয় বলে সৈয়দপুর থানার ওসি আমিরুল ইসলাম

এ ঘটনায় পরিবেশক প্রতিষ্ঠানটির স্বত্ত্বাধিকারী মো. নাদিম আলম সৈয়দপুর থানায় একটি মামলা করেছেন।

নাদিম আলম বলেন, শনিবার রাতে কোনো এক সময় অফিসের বারান্দার রেলিং ও দরজা ভেঙে চোর অফিস কক্ষে প্রবেশ করে স্টিলের সিন্দুক ভেঙে সিগারেট বিক্রির ২০ লাখ ৬ হাজার ৬৪৪ টাকা এবং একটি দামি মোবাইল ফোন সেট ও বেশ কয়েক কার্টন সিগারেট নিয়ে যায়।

শুক্রবার ও শনিবার ব্যাংক বন্ধ থাকায় দুই দিনে বিক্রির সিন্দুকে রাখা ছিল জানিয়ে তিনি বলেন, রোববার সকালে কর্মচারীরা এসে দেখে সিন্দুকের দরজা খোলা এবং কক্ষের মেঝেতে কাগজপত্র ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে।

সঙ্গে সঙ্গে বিষয়টি সৈয়দপুর থানা পুলিশকে জানানো হলে তারা ঘটনাস্থল পরির্দশন করে বলে তিনি জানান।

ওসি আমিরুল বলেন, চুরির ঘটনায় নাদিম আলম একটি মামলা করেছেন। চুরি যাওয়া টাকা উদ্ধারসহ মামলাটির তদন্ত চলছে।