বরিশাল সিটি কর্পোরেশনের (বিসিসি) ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তাকে মোবাইল এসএমএসে হুমকি দিয়েছে নিষিদ্ধ জঙ্গি সংগঠন আনসার উল্লাহ বাংলা টিমের নামে।
Published : 16 Oct 2016, 10:20 PM
প্রধান নির্বাহী কর্মকর্তা ইমতিয়াজ মাহমুদ জুয়েল জানান, বৃহস্পতিবার বিকাল ৩টা ১০ মিনিটে তার মোবাইল ফোনে একটি এসএমএস আসে।
বার্তাটিতে লেখা ছিল 'Be careful, validity of your existence is waiting under our sharp sword. ABT'
মোবাইল ফেনের যে নম্বর (০১৬২৯৯৬৭৫৫১) থেকে এসএমএসটি এসেছে তা এরপর থেকে বন্ধ পাওয়া গেছে বলেও জানান ইমতিয়াজ।
কোতোয়ালি মডেল থানার এসআই আসাদুর রহমান আসাদ বলেন, এ ঘটনায় রোববার থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন ইমতিয়াজ মাহমুদ জুয়েল। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।