দিনাজপুরের বিরল উপজেলায় এক অটোবাইক চালককে হত্যা করে তার গাড়িটি নিয়ে গেছে হামলাকারীরা।
Published : 13 Sep 2016, 04:17 PM
মঙ্গলবার দুপুরে উপজেলার ফরক্কাবাদ ইউনিয়নের টেগরা রাজা দিঘী এলাকা থেকে পুলিশ সুমনের (২০) লাশ উদ্ধার করে।
সুমন দিনাজপুর সদর উপজেলার রামনগর এলাকার জশরত আলীর ছেলে।
বিরল থানার ওসি তাপস চন্দ্র পন্ডিত বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, দিনাজপুর-বোচাগঞ্জ সড়কের টেরগা রাজা দিঘী এলাকায় লাশটি পড়ে ছিল।
ওসি জানান, প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে হামলাকারীরা সুমনকে শ্বাসরোধ করে হত্যা করে তার অটোবাইক নিয়ে পালিয়েছে।
ময়নাতদন্তের জন্য লাশ দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে বলে জানান তিনি।