অনাবৃষ্টি থেকে বাঁচতে দিনাজপুরের বিরল উপজেলার এক প্রত্যন্ত গ্রামে সাড়ম্বরে অনুষ্ঠিত হয়েছে ব্যাঙের বিয়ে।
Published : 20 Aug 2016, 05:20 PM
উপজেলার ভাণ্ডারা ইউনিয়নের ভারাডাঙ্গী বেতুরা পশ্চিমপাড়া গ্রামে শনিবার হিন্দুরীতিতে ধুমধামের মধ্যে দিয়ে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।
হিন্দু সম্প্রদায়ের রীতি অনুসারে বিয়ের জন্য ছায়ামণ্ডপ, ফুলের মালা, গায়ে হলুদ, আশীর্বাদের ধান-দুর্বা, অতিথি আপ্যায়ন সবই ছিল বিয়েতে। আমন্ত্রিতরাও ব্যাঙ দম্পতিকে দিয়েছেন নগদ টাকাসহ নানা উপহার।
বিয়ের অন্যতম আয়োজক মহেষ চন্দ্র রায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, তাদের পূর্বপুরুষরাও অনাবৃষ্টি দেখা দিলে বৃষ্টির জন্য ব্যাঙের বিয়ে দিয়েছেন। তারাও সেই রীতি মেনে চলছেন।
শনিবার দুপুরে গ্রামবাসীদের একদল কনেপক্ষের আর আরেকদল বরপক্ষ হয়ে বিয়েতে অংশ নেন।
এরপর চলে আশীর্বাদপর্ব। বর-কনেকে একটি স্থানে বসানোর পর বর ও কনেপক্ষ ধান-দুর্বা দিয়ে আশীর্বাদ করেন ব্যাঙদম্পতিকে। এরপর অনেকেই নগদ অর্থসহ নানা উপহার দেন।
এলাকার ৮২ বছর বয়সী তেনিয়া বর্মণ জানান, এটি বৃষ্টি দেবতার কাছে তাদের এক ধরনের প্রতিবাদ।