পাবনার বেড়া পৌরসভার আওয়ামী লীগ প্রার্থী আব্দুল বাতেন বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
Published : 08 Aug 2016, 12:22 AM
রোববার রাতে জেলা নির্বাচন কর্মকর্তা সাইফুল ইসলাম এ তথ্য জানান।
আব্দুল বাতেন নৌকা প্রতীক নিয়ে ষোল হাজার ৭০৭ ভোট ও তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আব্দুল আউয়াল নারিকেল গাছ প্রতীকে নয় হাজার ৬৬ ভোট পেয়েছেন।
বিজয়ী আব্দুল বাতেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকুর ছোট ভাই।
সীমানা সংক্রান্ত জটিলতার কারণে প্রায় দেড় যুগ পর অনুষ্ঠিত হওয়া এ পৌরসভা নির্বাচনে মেয়র পদে তিনজন, সাধারণ কাউন্সিলর পদে ৬৭ জন ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।