শরীয়তপুরে আধিপত্যের সংঘর্ষে আহত ১৭

শরীয়তপুরের জাজিরায় আধিপত্য বিস্তার নিয়ে দুপক্ষের সংঘর্ষে অন্তত ১৭ জন আহত হয়েছেন।

শরীয়তপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 22 June 2016, 01:56 PM
Updated : 22 June 2016, 01:58 PM

বুধবার উপজেলার বিলাসপুরের মুলাই বেপারীকান্দি গ্রামে এ ঘটনা ঘটে বলে জাজিরা থানার ওসি মো. নজরুল ইসলাম জানান। 

আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালসহ স্থানীয় বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।

ওই ঘটনায় উভয়পক্ষের ২০টি বাড়িঘরে ভাংচুরের ঘটনা ঘটেছে বলে পুলিশ জানায়।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে ওসি বলেন, বিলাসপুর ইউনিয়নে অধিপত্য বিস্তার নিয়ে স্থানীয় কুদ্দুস বেপারী ও আবদুল জলিল মাদবরের মধ্যে বিরোধ চলে আসছিল।

“এর জেরে মঙ্গলবার দুপক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ও সংঘর্ষে তিনজন আহত হন।”

ওসি বলেন, ওই ঘটনার জেরে ভোরে জলিল মাদবর ও তার সমর্থকরা দেশি অস্ত্রশস্ত্র নিয়ে হাতবোমার বিস্ফোরণ ঘটিয়ে কুদ্দুস বেপারীসহ স্থানীয় ২০টি বাড়িঘরে ভাংচুর ও লুটপাট করে।

“পরে কুদ্দুসের লোকজনও জলিলের সমর্থকরা প্রতিরোধ করলে সংঘর্ষে অন্তত ১৭ জন আহত হন।”

খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় কোনো পক্ষ থেকে লিখিত অভিযোগ করা হয়নি বলে জানান তিনি।