দুমড়ে-মুচড়ে যাওয়া অটোরিকশার ভেতর থেকে তিনজনের মরদেহ উদ্ধার করা হয়, হাসপাতালে নেওয়ার পথে মারা যান আরেকজন।
জুড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নাছির উল্লাহ খাঁন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, পাহাড়ি ঢলে জুড়ী নদী ও রাঘনা ছড়ার প্রতিরক্ষা বাঁধের বিভিন্ন স্থানে ভাঙন দেখা দিয়েছে।
এ কারণে সাগরনাল ইউনিয়নের উত্তর সাগরনাল, উত্তর বড় ডহর, দক্ষিণ বড় ডহর, বরইতলি, কাশিনগর, হোসেনাবাদ, কাপনা পাহাড় চা-বাগান ও জাঙ্গালিয়া, গোয়ালবাড়ির মন্ত্রীগাঁও, পূর্ব শিলুয়া, যোগীমোড়া ও পশ্চিম শিলুয়া এবং ফুলতলার কোণাগাঁও, ফুলতলা বস্তি, বটুলি ও ধলাইর হাওর এলাকা প্লাবিত হয় বলে ইউএনও জানান।
রাজনগর উপজেলার আখালী ছড়ার পাড় উপচে তলিয়ে গেছে টেংরা ইউনিয়নের কয়েকটি গ্রাম।
টেংরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান টিপু খান জানান, আকস্মিক বন্যায় তার ইউনিয়নের প্রায় পাঁচ হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়েছে।