ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে মৌলভীবাজারে বন্যা

মৌলভীবাজারে ভারী বর্ষণ ও ভারতের ত্রিপুরা থেকে নেমে আসা পাহাড়ি ঢলে ২৫টির বেশি গ্রামে বন্যার খবর পাওয়া গেছে।

মৌলভীবাজার প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 20 May 2016, 06:55 PM
Updated : 20 May 2016, 06:55 PM

জুড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নাছির উল্লাহ খাঁন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, পাহাড়ি ঢলে জুড়ী নদী ও রাঘনা ছড়ার প্রতিরক্ষা বাঁধের বিভিন্ন স্থানে ভাঙন দেখা দিয়েছে।

এ কারণে সাগরনাল ইউনিয়নের উত্তর সাগরনাল, উত্তর বড় ডহর, দক্ষিণ বড় ডহর, বরইতলি, কাশিনগর, হোসেনাবাদ, কাপনা পাহাড় চা-বাগান ও জাঙ্গালিয়া, গোয়ালবাড়ির মন্ত্রীগাঁও, পূর্ব শিলুয়া, যোগীমোড়া ও পশ্চিম শিলুয়া এবং ফুলতলার কোণাগাঁও, ফুলতলা বস্তি, বটুলি ও ধলাইর হাওর এলাকা প্লাবিত হয় বলে ইউএনও জানান।

বড়লেখা উপজেলা চেয়ারম্যান রফিকুর রহমান সুন্দর জানান, বৃহস্পতিবার পাহাড়ি ঢলে তার উপজেলার বিভিন্ন এলাকার বাড়িঘরে পানি ঢুকেছে।

রাজনগর উপজেলার আখালী ছড়ার পাড় উপচে তলিয়ে গেছে টেংরা ইউনিয়নের কয়েকটি গ্রাম।

টেংরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান টিপু খান জানান, আকস্মিক বন্যায় তার ইউনিয়নের প্রায় পাঁচ হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়েছে।