বগুড়ায় স্কুলছাত্র খুন

ষোল বছর বয়সী ওই কিশোর বগুড়া সুলতানগঞ্জ উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্র ছিল।

বগুড়া প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 9 August 2022, 07:29 AM
Updated : 9 August 2022, 07:29 AM

বগুড়ার শাজাহানপুর উপজেলায় নিখোঁজ এক স্কুলছাত্রের লাশ উদ্ধারের পর পুলিশ বলছে, তাকে ধারালো অস্ত্র দিয়ে হত্যা করা হয়েছে।

মঙ্গলবার সকাল ১০টার দিকে উপজেলার সাজাপুর বানারশি গ্রামের একটি কচুক্ষেত থেকে ফাহিম ফয়সাল শিশির নামের ওই ছাত্রের লাশ উদ্ধার করা হয় বলে শাহজাহান থানার এসআই শামীম জানান।

১৬ বছর বয়সী ফাহিম সাজাপুর ফকিরপাড়া গ্রামের শাহাদাত হোসেন সাজুর ছেলে এবং বগুড়া সুলতানগঞ্জ উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্র ছিল।

স্থানীয়রা জানান, সোমবার রাত ১০টা পর্যন্ত ফাহিমকে গ্রামে ঘোরাফেরা করতে দেখেছেন তারা। কিন্তু রাতে সে বাড়ি ফেরেনি। স্থানীয় কিছু কিশোরদের সঙ্গে তার দ্বন্দ্ব ছিল। এর জেরে তাকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে।

এসআই বলেন, “স্থানীয়দের কাছে খবর পেয়ে ফাহিমের লাশ উদ্ধারের পর তা ময়নাতদন্তের জন্য লাশ বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

“তার মৃতদেহে ছোট ছোট অনেক আঘাতের চিহ্ন দেখা গেছে। ধারণা করা হচ্ছে, ধারালো অস্ত্রের আঘাতে ফাহিমকে হত্যা করা হয়েছে।”

এ ঘটনায় জড়িতদের ধরতে অভিযান চলছে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।