নোটিসে ২৪ ডিসেম্বর মাদারীপুর-৩ আসনের অনুসন্ধান কমিটির চেয়ারম্যানের কার্যালয়ে সশরীরে হাজির হয়ে তাকে ব্যাখ্যা দিতে বলা হয়েছে।
Published : 22 Dec 2023, 05:22 PM
‘নৌকার বাইরে গলা উঁচু করলে, নামিয়ে দেব’ ভোটারদের এমন হুমকি দেওয়ায় মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য শাজাহান খানের ছেলে আসিবুর রহমান খানকে কারণ দর্শানোর নোটিস দিয়েছে নির্বাচনি অনুসন্ধান কমিটি।
নোটিসে ২৪ ডিসেম্বর বেলা ১১টায় মাদারীপুর-৩ (সদর আংশিক-কালকিনি-ডাসার) আসনের অনুসন্ধান কমিটির চেয়ারম্যানের কার্যালয়ে সশরীরে হাজির হয়ে তাকে ব্যাখ্যা দিতে বলা হয়েছে।
শুক্রবার এ আসনের নির্বাচনি অনুসন্ধান কমিটির চেয়ারম্যান ও যুগ্ম জেলা জজ মো. শরিফুল হকের স্বাক্ষরিত চিঠি আসিবুরের কাছে পাঠানো হয়েছে বলে আদালতের বেঞ্চ সহকারী মোহাম্মদ আনোয়ার হোসেন জানান।
নোটিসে বলা হয়, ১৮ ডিসেম্বর সন্ধ্যায় মাদারীপুর-৩ আসনে আওয়ামী লীগের প্রার্থী আবদুস সোবহান মিয়ার পক্ষে ভোট চাইতে গিয়ে বক্তব্য দেন আসিবুর। তার দেওয়া ২ মিনিট ৫৩ সেকেন্ডের একটি বক্তব্য ভাইরাল হয়। ভাইরাল হওয়া ভিডিও নিয়ে বিভিন্ন সংবাদমাধ্যমে সংবাদও প্রকাশ হয়।
ভিডিওতে ভোটারদের উদ্দেশে আসিবুরকে বলতে শোনা যায়, “নৌকার বাইরে যদি একজনও কোনো রকম কথা বলে, ইভেন গলা উঁচু করে কথা বলার চেষ্টা করে, আমি তাদের বলতে চাই, আপনাদের গলা আমরা কীভাবে নামাব, সেটা আমরা ভালো করেই জানি।”
এমন বক্তব্য জাতীয় সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণবিধির পরিপন্থী; যা নির্বাচনপূর্ব অনিয়ম হিসেবে গণ্য হচ্ছে বলে নোটিসে উল্লেখ করা হয়েছে।
বক্তব্য দিয়ে তিনি (আসিবুর রহমান খান) কী বোঝাতে চেয়েছেন বা এমন বক্তব্য কেন নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন বলে গণ্য হবে না, সে ব্যাপারে সশরীরে হাজির হয়ে আগামী রোববার বেলা ১১টার মধ্যে অনুসন্ধান কমিটির কার্যালয়ে লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়েছে।
এ সম্পর্কে সহকারী রিটার্নিং ও সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা নাননী খান বলেন, “আসিবুর তার বক্তব্যের মাধ্যমে মাদারীপুর-৩ আসনের সাধারণ ভোটারদের মধ্যে আতঙ্ক ও ভীতির সৃষ্টি করেছেন।
“তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য নির্বাচনি অনুসন্ধান কমিটির কাছে ভিডিও চিত্রের সিডিসহ তথ্য প্রমাণ পাঠানো হয়েছে। কমিটি বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণ করবেন।”
মাদারীপুর-৩ (সদর আংশিক-কালকিনি-ডাসার) আসনে নৌকার প্রার্থী আবদুস সোবহান মিয়া গোলাপ কেন্দ্রীয় আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক।
অপরদিকে স্বতন্ত্র প্রার্থী তাহমিনা বেগম কালকিনি উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সংরক্ষিত আসনের সংসদ সদস্য।
কালকিনি ও ডাসার উপজেলার ১৫টি ইউনিয়ন ও একটি পৌরসভা এবং জেলা সদরের পাঁচটি ইউনিয়ন নিয়ে গঠিত এ আসনে মোট আটজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।