মামলার পর দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
Published : 22 Dec 2023, 04:23 PM
মাদারীপুরের কালকিনি উপজেলায় স্বতন্ত্র প্রার্থীর মিছিলে হামবোমা হামলার ঘটনায় অর্ধশতাধিক ব্যক্তিকে আসামি করে একটি মামলা হয়েছে।
কালকিনি থানার ওসি নাজমুল হাসান জানান, মাদারীপুর-৩ আসনের স্বতন্ত্র প্রার্থী তাহমিনা বেগমের সমর্থক তোফাজ্জেল হোসেন গেন্দু কাজীর ভাই কাজী মোফাজ্জেল হোসেন বাদী হয়ে শুক্রবার দুপুরে এ মামলা করেন।
এতে নৌকার প্রার্থী আবদুস সোবহান মিয়া গোলাপের সমর্থক ফজলুল হক বেপারীসহ ৫৭ জনকে আসামি করা হয়েছে। মামলার পর দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মামলার বাদীর ভাই তোফাজ্জেল হোসেন গেন্দু কাজী এবং আসামি ফজলুল হক বেপারী দুইজনই কালকিনি উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান।
বৃহস্পতিবার বিকালে ওই ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী তাহমিনা বেগমের মিছিলে বোমা হামলা হয়; এতে আহত হন অন্তত ১০ জন। হামলার পর থেকে নৌকা ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকরা একে অপরকে দোষারোপ করেছেন।
পুলিশ জানায়, তাহমিনা বেগমের পক্ষে ঈগল মার্কার মিছিল বের করেন তার কর্মী-সমর্থকরা। এ সময় নৌকার প্রার্থী মিছিলে বাধা দেন। পরে কে বা কারা মিছিলে হাতবোমা নিক্ষেপ করেন।
এ সময় দুপক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। হাতবোমায় উভয়পক্ষের অন্তত ১০ জন আহত হন। আহতদের মধ্যে কয়েকজনকে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
ওসি নাজমুল হাসান বলেন, এই ঘটনায় দায়ের করা মামলার বাকি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
সদর আংশিক-কালকিনি-ডাসার নিয়ে গঠিত এ মাদারীপুর-৩ আসনে নৌকার প্রার্থী আবদুস সোবহান মিয়া গোলাপ কেন্দ্রীয় আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক।
আর স্বতন্ত্র প্রার্থী তাহমিনা বেগম কালকিনি উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সংরক্ষিত আসনের সংসদ সদস্য।