১৭ নভেম্বর থেকে ১ ডিসেম্বর পর্যন্ত সাত থানায় নাশকতার অভিযোগে বিস্ফোরক দ্রব্য আইনে মোট ১০টি মামলা হয়েছে৷
Published : 03 Dec 2022, 10:10 PM
নারায়ণগঞ্জে নাশকতার অভিযোগে করা মামলায় আরও ২১ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ৷
শুক্রবার রাত থেকে শনিবার সন্ধ্যা পর্যন্ত জেলার বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়৷
পুলিশ জানায়, শুক্রবার রাত থেকে শনিবার সন্ধ্যা পর্যন্ত নারায়ণগঞ্জ সদরে ছয়জন, আড়াইহাজারে একজন, রূপগঞ্জে পাঁচজন, সিদ্ধিরগঞ্জে চারজন, সোনারগাঁ মডেল থানা এলাকা থেকে ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে৷
গ্রেপ্তার ব্যক্তিরা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মী বলে দাবি করেছে সংগঠনের নেতারা৷
এর আগে গত বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার সন্ধ্যা পর্যন্ত ৩১ জনকে গ্রেপ্তার করা হয়৷
১৭ নভেম্বর থেকে ১ ডিসেম্বর পর্যন্ত জেলার সাত থানায় নাশকতার অভিযোগে বিস্ফোরক দ্রব্য আইনে মোট ১০টি মামলা করা হয়েছে৷ ওইসব মামলায় বিএনপি, জামায়াতে ইসলামী, নাগরিক ঐক্য ও গণঅধিকার পরিষদের সাত শতাধিক নেতাকর্মীকে আসামি করা হয়৷
গ্রেপ্তার নেতাকর্মীদের মধ্যে জেলা বিএনপির প্রথম যুগ্ম আহ্বায়ক মামুন মাহমুদের ব্যক্তিগত সহকারী মো. মহসিন, গাড়িচালক জুয়েল আহম্মেদ ও দেহরক্ষী লিটন মিয়া এবং কুতুবপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড যুবদলের সহসভাপতি ইমরান হোসেন, জেলা স্বেচ্ছাসেবক দলের কোষাধ্যক্ষ গুলজার হোসেন, ভোলাবো ইউনিয়ন ছাত্রদলের সভাপতি তারিকুল ইসলাম, সহসভাপতি আনিসুর রহমান, তারাবো পৌরসভা বিএনপির যুগ্ন আহ্বায়ক তাশিফ হক ওসমান, কাঞ্চন পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড বিএনপি সভাপতি তোফাজ্জল হোসেনের নাম পাওয়া গেছে৷
জেলা বিএনপির প্রথম যুগ্ম আহ্বায়ক মামুন মাহমুদ বলেন, “শুক্রবার রাত ৮টার দিকে চিটাগাং রোড হক সুপার মার্কেট এলাকা থেকে আমার ব্যক্তিগত সহকারী মহসিন, গাড়িচালক জুয়েল আহম্মেদ ও কর্মী লিটনকে ধরে নিয়ে গেছে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ। তাদের বিরুদ্ধে এর আগে কোনো মামলা কিংবা জিডিও ছিল না৷ তারা দলীয় পদেও নেই৷ নিরীহ এসব ব্যক্তিগত স্টাফদের এভাবে গ্রেপ্তার খুবই দুঃখজনক৷”
বিএনপি নেতা আরও বলেন, “আগামী ১০ ডিসেম্বরের সমাবেশে যাতে নেতাকর্মীরা যেতে না পারেন সেজন্য গায়েবি মামলা দিয়ে নির্বিচারে গ্রেপ্তার চলছে৷ বিরোধীমতকে দমনের পুরোনো কৌশলকে বেছে নিয়েছে সরকার৷”
জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) আমীর খসরু বলেন, “নাশকতার অভিযোগে করা মামলায় এ পর্যন্ত বিভিন্ন থানায় বিএনপি ও সহযোগী সংগঠনের অর্ধশতাধিক নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ৷ সবাইকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে৷ জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশি তৎপরতা অব্যাহত থাকবে৷”
আরও পড়ুন:
নারায়ণগঞ্জে নাশকতার মামলায় গ্রেপ্তার ৩১
নারায়ণগঞ্জে তিন জায়গায় ‘হাতবোমার বিস্ফোরণ’
নারায়ণগঞ্জে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে আরও দুটি নাশকতার মামলা
নারায়ণগঞ্জে পুলিশের মামলায় বিএনপির ৩০০ নেতা-কর্মী আসামি
নারায়ণগঞ্জে আওয়ামী লীগ কার্যালয়ে ভাংচুর, মামলায় বিএনপি নেতা-কর্মী