জেলা প্রশাসনের তথ্য মতে, ঘূর্ণিঝড়ের সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে মহেশখালী, কুতুবদিয়া ও কক্সবাজার পৌরসভার ১ নাম্বার ওয়ার্ড এলাকা।
Published : 26 Oct 2023, 11:48 AM
ঘূর্ণিঝড় হামুনের আঘাতে কক্সবাজারে প্রায় পাঁচ লাখ মানুষ ও ৩৮ হাজার বসতবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে জেলা প্রশাসন। বিদ্যুৎ সরবরাহ ও মোবাইল নেটওয়ার্ক এখনো স্বাভাবিক না হওয়ায় চরম ভোগান্তি পোহাচ্ছেন মানুষ।
বৃহস্পতিবার ক্ষয়ক্ষতির প্রাথমিক তথ্য প্রকাশ করে জেলা প্রশাসক মুহম্মদ শাহীন ইমরান জানিয়েছেন, ঘূর্ণিঝড় হামুনের আঘাতে জেলার ৭১টি ইউনিয়নের মধ্যে ৭০টি ইউনিয়নেই ক্ষয়ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্ত মানুষের সংখ্যা ৪ লক্ষ ৭৬ হাজার ৫৪৯ জন।
ঝড়ের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে ৩৭ হাজার ৮৫৪টি বসতবাড়ি। এর মধ্যে পাঁচ হাজার ১০৫টি সম্পূর্ণ এবং ৩২ হাজার ৭৪৯টি আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে।
জেলা প্রশাসনের দেওয়া তথ্য মতে, ঘূর্ণিঝড়ের সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে মহেশখালী, কুতুবদিয়া ও কক্সবাজার পৌরসভার ১ নাম্বার ওয়ার্ড এলাকা।
এদিকে কুতুবদিয়া-মহেশখালী ও কক্সবাজার শহরের সিংহভাগ এলাকায় এখনো বিদ্যুৎ সরবরাহ চালু হয়নি। মোবাইল নেটওয়ার্কও স্বাভাবিক হয়ে আসেনি।
বিদ্যুৎ বিভাগের তথ্যমতে হামুনের তাণ্ডবে পল্লী বিদ্যুতের ৩৫৪টি বৈদ্যুতিক খুঁটি ভেঙে গেছে। বিকল হয়েছে ২৩টি ট্রান্সফরমার। ৪৯৬ স্থানে বৈদ্যুতিক তার ছিঁড়ে গেছে। এ ছাড়া ৮০০টি স্থানে গাছ পড়ে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রয়েছে।
তবে বৃহস্পতিবার সন্ধ্যা নাগাদ জেলা শহরের কিছু কিছু এলাকায় বিদ্যুৎ সরবরাহ করতে পারবে বলে জেলা প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে।
অপরদিকে হামুনের আঘাতে মহেশখালী ও কুতুবদিয়ায় বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা একেবারে ভেঙে পড়েছে। মহেশখালীতে শতাধিক বিদ্যুৎ পিলার ও ২৩টি ট্রান্সফরমার ভেঙে গেছে।
এমন পরিস্থিতিতে হামুনে ক্ষতিগ্রস্ত এলাকায় মানুষের মধ্যে হাহাকার অবস্থা বিরাজ করছে। বিধ্বস্ত ঘরবাড়ি সংস্কার নিয়ে রয়েছে দুশ্চিন্তায় আছেন তারা।
ক্ষতিগ্রস্তদের তালিকা প্রণয়ন করে সরকারি সহায়তা পৌঁছানোর কথা জানালেন জেলা প্রশাসক।
বৃহস্পতিবার সকাল থেকে ক্ষতিগ্রস্ত এলাকায় ত্রাণ বিতরণ করা হবে বলে জানিয়ে জেলা প্রশাসক শাহীন ইমরান বলেন, ইতিমধ্যে নগদ অর্থ, জিআর চাল ও ডেউটিন বরাদ্দ দেওয়া হয়েছে। পৌরসভার দেড়শ ক্ষতিগ্রস্ত পরিবারে ১ বান করে ঢেউটিন ও নগদ ১ হাজার টাকা বিতরণ করা হয়েছে।
আরও পড়ুন
ঘূর্ণিঝড়: কক্সবাজার শহরে ‘১৫ হাজার’ ঘরবাড়ির ক্ষতি
ঘূর্ণিঝড়ে বিধ্বস্ত কক্সবাজার, এখনও বিদ্যুৎহীন, ‘যোগাযোগ বিচ্ছিন্ন’
তাণ্ডব চালিয়ে মৃত্যু ঘটিয়ে শান্ত হল ‘হামুন’