স্থানীয়দের অভিযোগ, তার বিরুদ্ধে সন্ত্রাস, চাঁদাবাজি, ও কিশোর গ্যাং সদস্যেদের মদদ দেওয়াসহ অসংখ্য অভিযোগ রয়েছে।
Published : 17 Apr 2025, 11:03 AM
নোয়াখালী সদর উপজেলায় চোলাই মদসহ এক যুবলীগ নেতাকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয় লোকজন।
বুধবার রাতে উপজেলার অশ্বদিয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের আইয়ুবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় এলাকায় এ ঘটনা ঘটে বলে সুধারাম থানার ওসি মো. কামরুল ইসলাম জানান।
আটক নাছির উদ্দিন টিটু (৪৩) অশ্বদিয়া ইউনিয়ন পরিষদের ৭ নম্বর ওয়ার্ডের সদস্য এবং ইউনিয়ন যুবলীগের যুগ্ম-আহ্বায়ক।
স্থানীয় লোকজনের অভিযোগ, আওয়ামী লীগ সরকারের সময় ইউপি সদস্য ও যুবলীগ নেতা নাছির উদ্দিন টিটু এলাকায় ‘মাদকের গডফাদার’ ছিলেন। তার বিরুদ্ধে সন্ত্রাস, চাঁদাবাজি, ও কিশোর গ্যাং সদস্যেদের মদদ দেওয়াসহ অসংখ্য অভিযোগ রয়েছে।
কিন্তু আওয়ামী সরকারের সময় লোকজন তার বিরুদ্ধে ভয়ে মুখ খুলতে পারেনি। পুলিশও তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি। গত ৫ অগাস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর আত্মগোপনে চলে যান যুবলীগের এ নেতা।
টিটুকে মাদক মামলায় গ্রেপ্তার দেখিয়ে বৃহস্পতিবার দুপুরে নোয়াখালী চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তোলার প্রস্তুতি চলছে বলে ওসি কামরুল ইসলাম জানিয়েছেন।
তিনি বলেন, “বুধবার রাত ৮টার দিকে অশ্বদিয়া ইউনিয়নের আইউবপুর থেকে স্থানীয় কিছু লোক চোলাই মদসহ নাছির উদ্দিন টিটুকে আটক করে থানায় খবর দেন। পরে ৪-৫ লিটার চোলাই মদসহ তাকে পুলিশে দেওয়া হয়।”