“সাড়ে ৮টার পরে আমাকে জেলার জানিয়েছেন, সাবেক বিচারপতি অসুস্থ, উনার অস্ত্রোপচার লাগতে পারে।”
Published : 25 Aug 2024, 01:37 AM
ভারতে পালানোর সময় গ্রেপ্তার সাবেক বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিককে সিলেট এম এ জি ওসমানী হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শনিবার রাতে তাকে কারাগার থেকে এনে ভর্তি করা হয় বলে জানান হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মাহবুবুর রহমান ভূঁইয়া।
শুক্রবার রাত ১০টার দিকে কানাইঘাট উপজেলার দনা সীমান্ত এলাকা দিয়ে ভারতে যাওয়ার চেষ্টাকালে শামসুদ্দিন চৌধুরী মানিককে আটক করে বিজিবি।
শনিবার দুপুরে আদালতে তোলার সময় আলোচিত এই বিচারপতিকে লক্ষ্য করে উত্তেজিত জনতাকে ডিম ও জুতা নিক্ষেপ করতে দেখা গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সাবেক বিচারপতি মানিককে আদালতে তোলার সময় সিঁড়িতে উঠার আগে কয়েকজন যুবক কিল, ঘুষি ও পিছন থেকে টেনে ধরে আঘাত করেন। এ সময় তার কাপড়ে রক্তের দাগও দেখা গেছে।
রাত ১১টার দিকে হাসপাতালের পরিচালক সাংবাদিকদের বলেন, “সাড়ে ৮টার পরে আমাকে জেল থেকে জেলার জানিয়েছেন, সাবেক বিচারপতি অসুস্থ, উনার অস্ত্রোপচার লাগতে পারে। সেই হিসাবে আমরা আগে থেকে প্রস্তুত ছিলাম।
“ওটিতে নিয়ে যাওয়ার পর দেখা গেল উনার কিছু ইনজুরি আছে। আমাদের সার্জনরা চিকিৎসা দিয়েছেন। উনি বর্তমানে মোটামুটি ভালো আছেন। উনাকে জাস্ট অবজারভেশনে রাখা হয়েছে।”
পরিচালক বলেন, “উনার আগে থেকেই মনে হয় হৃদরোগ ও ডায়বেটিসের সমস্যা রয়েছে। এজন্য আমরা অবজারভেশনে রেখেছি।”
আরও পড়ুন: