কাউখালী উপজেলার বেতবুনিয়ার চেয়ারম্যানপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
Published : 26 Apr 2025, 11:21 AM
রাঙামাটির কাউখালীতে পিকআপ ভ্যানের সঙ্গে অটোরিকশার সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন।
শনিবার সকাল সোয়া ১০টার দিকে রাঙামাটি-চট্টগ্রাম সড়কের উপজেলার বেতবুনিয়া ইউনিয়নের চেয়ারম্যানপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন কাউখালী থানার ওসি মো. সাইফুল ইসলাম সোহাগ।
ওসি বলেন, সকালে চেয়ারম্যান পাড়া এলাকায় চট্টগ্রাম থেকে আসা পিকআপের সঙ্গে রাঙামাটি থেকে যাওয়া সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষ হয়।
নিহতরা হলেন- আবু তাহের, মাহবুবুর রহমান, জয়নাল আবেদীন ও নূর নাহার। তবে একজনের নাম পরিচয় জানাতে পারেননি ওসি।
নিহত নূর নাহারের স্বামী আব্দুর রহিম বলেন, “সকালে আমার স্ত্রী বেতবুনিয়া বাজার করতে সিএনজিতে করে যাচ্ছিলেন। পথে একটা পিকআপ এসে সামনে থেকে ধাক্কা দিলে তাদের সিএনজিটি পুরো দুমড়ে-মুচড়ে যায়। এতে আমার স্ত্রীসহ সিএনজিতে থাকা কয়েকজন মারা গেছেন। ”
ওসি সাইফুল ইসলাম সোহাগ বলেন, পাঁচ জনের মধ্যে ঘটনাস্থলেই তিনজন মারা যান। এছাড়া আহত তিনজনকে হাসপাতালে পাঠানো হলে সেখানে দুই জন মারা যান। আহত অপরজনকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রামে পাঠানো হয়েছে।
নিহতদের মরদেহ রাঙামাটি জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে জানান ওসি।
রাঙামাটি অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জাহেদুল ইসলাম বলেন, “আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। আইনগত কার্যক্রমগুলো গ্রহণ করা হচ্ছে । আমরা আশা করছি এই দুর্ঘটনায় যে গাড়ির চালক দায়ী তাকে আইনের আওতায় আনতে পারব।
তবে ঘটনার পর থেকে পিকআপের চালক পলাতক রয়েছে। তাকে ধরতে অভিযান চালানো হচ্ছে বলে জানান তিনি।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ রুহুল আমীন বলেন, “কাউখালী উপজেলায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় পাঁচ জনের মৃত্যু হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য রাঙামাটি জেনারেল হাসপাতালে আনা হচ্ছে।”