সোনা গলিয়ে তা ব্যবহার করা হয়েছে পোশাকে। শনিবার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই ফেরত এক যাত্রীর চারটি আন্ডারপ্যান্ট, একটি ফুলপ্যান্ট ও তিনটি টি-শার্ট আগুনে পুড়িয়ে ডাস্টসহ ২ হাজার ৫৬০ গ্রাম সোনার পাউডার উদ্ধার করা হয়।
Published : 26 Apr 2025, 03:48 PM