এই প্রজাতির কচ্ছপ বাংলাদেশের ২০১২ সালের বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইনের তফসিল-১ অনুযায়ী সংরক্ষিত।
Published : 31 Oct 2024, 07:12 PM
বরিশালে বাসের সিটের নিচে লুকানো চারটি বস্তা থেকে ২২২টি কচ্ছপ উদ্ধার করেছে র্যাব।
আটক করা হয়েছে বিআরটিসির বাসটির সুপারভাইজার ও চালকের সহকারীকে।
বৃহস্পতিবার দুপুরে বরিশাল-ভোলা আঞ্চলিক মহাসড়কের লাহারহাট ফেরিঘাট এলাকায় অভিযান চালিয়ে কচ্ছপগুলি উদ্ধার করা হয় বলে জানিয়েছেন র্যাবের উপ-অধিনায়ক মেজর মো. সোহেল রানা।
আটককৃতরা হলেন- ভোলা সদর থানাধীন দক্ষিণ বালিয়া এলাকার বাসিন্দা ও বাসের সুপাভাইজার মো. ফয়সাল (২৭) এবং বাগেরহাট জেলার মোড়লগঞ্জ থানাধীন চর হোগল বুনিয়া এলাকার বাসিন্দা ও বাসের চালকের সহকারী (হেলপার) মো. সজিব শেখ (২৬)।
মেজর সোহেল রানা বলেন, “বিআরটিসির বাসে করে বিপুল কচ্ছপ ভোলা থেকে খুলনা পাচারের জন্য নেওয়া হচ্ছে এমন গোপনে এ খবরে র্যাবের একটি দল বরিশাল-ভোলা আঞ্চলিক মহাসড়কের লাহারহাট ফেরিঘাট এলাকায় অবস্থান নেন।
“পরে বাসটি আসার পর তল্লাশি চালিয়ে সিটের নিচে লুকিয়ে রাখা চারটি বস্তায় ভর্তি কচ্ছপগুলি উদ্ধার করা হয়। এ সময় আটক করা হয় বাসের চালকের হেলপার ও সুপারভাইজারকে।”
এ র্যাব কর্মকর্তা আরও বলেন, “উদ্ধার করা কচ্ছপ ও আটকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে।”
বন বিভাগের বরিশাল সদর রেঞ্জ কর্মকর্তা মো. আবু সুফিয়ান সাকিব বলেন, উদ্ধার করা কচ্ছপগুলি কড়ি কাইট্টা প্রজাতির। যাদের ইংরেজি নাম Indian roofed turtle এবং বৈজ্ঞানিক নাম Pangshura tecta।
প্রকৃতি থেকে হারিয়ে যেতে বসা এই প্রজাতির কচ্ছপ বাংলাদেশের ২০১২ সালের বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইনের তফসিল-১ অনুযায়ী সংরক্ষিত। বাংলাদেশ ছাড়াও ভারত, নেপাল, পাকিস্তানে এ প্রজাতির কচ্ছপ পাওয়া যায়।
বন কর্মকর্তা সুফিয়ান আরও বলেন, “আটকদের বিরুদ্ধে বন আদালতে বন সংরক্ষণ ও নিরাপত্তা আইনে মামলা করার পর বরিশাল মহানগর পুলিশের বন্দর থানায় সোপর্দ করা হয়েছে।
উদ্ধার করা কচ্ছপগুলি সন্ধ্যায় দপদপিয়া ফেরিঘাট এলাকায় কীর্তনখোলা নদীতে অবমুক্ত করা হবে বলেও জানান এই বন কর্মকর্তা।