“নসিমন ধোয়ার জন্য বাড়ির পানির মোটরের সুইচ অন গেলে বিদ্যুতায়িত হন তিনি।”
Published : 23 Aug 2024, 03:21 PM
গোপালগঞ্জে কাশিয়ানী উপজেলায় বিদ্যুতায়িত হয়ে এক নসিমন চালকের মৃত্যু হয়েছে।
শুক্রবার সকালে উপজেলার নিজামকান্দি ইউনিয়নের তালতলা গ্রামে এ দুর্ঘটনা ঘটে বলে গোপালগঞ্জ সদর থানার এসআই বিপ্লব কুমার দাস জানান।
নিহত এনায়েত মোল্লা (১৮) একই গ্রামের মুনসুর মোল্লার ছেলে।
এসআই বিপ্লব বলেছেন, “সকালে নসিমন ধোয়ার জন্য এনায়েত মোল্লা বাড়ির পানির মোটরের সুইচ অন করতে যান। তখন সেখানে বিদ্যুতায়িত হন তিনি।
“পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক এনায়েতকে মৃত ঘোষণা করেন।”