নিহতের স্বর্ণালংকার ছিনিয়ে নিতে এমন ঘটনা ঘটেছে বলে ধারণা ইউপি সদস্যের।
Published : 15 May 2024, 06:51 PM
খাগড়াছড়িতে নিখোঁজের পাঁচ দিন পর এক নারীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার সকালে সদরের ভাইবোনছড়া ইউনিয়নের কলাবন এলাকার পাহাড়ি ঝোপঝাড়ে লাশটি পাওয়া যায় বলে খাগড়াছড়ি সদর থানার ওসি তানভীর হাসান জানান।
নিহত ঈশ্বরী বালা ত্রিপুরা পেরাছড়া ইউনিয়নের চন্দ্র কুমার পাড়ার দ্রোণ আর্চায ত্রিপুরার স্ত্রী।
নিহতের স্বামী দ্রোণ আর্চায ত্রিপুরা জানান, শনিবার বাড়িতে বিদ্যুৎ না থাকায় সন্ধ্যা ৭টার দিকে পাশে বাড়িতে মোবাইল চার্জ দিতে যান ঈশ্বরী। রাত ৯টায় ওই বাড়ি থেকে নিজের বাড়িতে ফেরার জন্য বের হয়ে নিখোঁজ হন তিনি।
“আশপাশে খোঁজাখুঁজি করে না পাওয়ায় গেল সোমবার সদর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। পরে বুধবার সকালে ওই জায়গা থেকে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠায়।”
পেরাছড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য কিশোরময় ত্রিপুরা বলেন, “নিহতের গায়ে থাকা পোশাক খুলে তার হাত-পা বেঁধে শ্বাসরোধ করে হত্যা করা হয়। নিহতের স্বর্ণালংকার ছিনিয়ে নিতে এমন ঘটনা বলে ধারণা করা হচ্ছে। নিকট এক আত্মীয়কে সন্দেহ করা হচ্ছে। তার দেওয়া তথ্যের ভিত্তিতে মরদেহ উদ্ধার করা হয়।”
ওসি তানভীর হাসান বলেন, এ ঘটনার রহস্য উদঘাটনে পুলিশ কাজ করছে।