ফেনীতে মালবাহী কভার্ডভ্যানে আগুন, মহাসড়কে আওয়ামী লীগের অবস্থান

ফেনী মডেল থানার ওসি জানান, ‘ডায়মন্ড কার্গো সার্ভিস’ নামে একটি কভার্ড ভ্যান চট্টগ্রাম থেকে মালামাল নিয়ে অন্যত্র যাচ্ছিল।

ফেনী প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 19 Nov 2023, 11:33 AM
Updated : 19 Nov 2023, 11:33 AM

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীতে একটি মালবাহী কভার্ডভ্যানে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

গত শনিবার মধ্যরাতে মহাসড়কের সদর উপজেলার লালপোল এলাকায় এ ঘটনা ঘটে বলে জেলা ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ স্টেশন কর্মকর্তা আবদুল মজিদ জানান।

স্থানীয়দের বরাত দিয়ে তিনি বলেন, রাতে খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। আগুনে কভার্ডভ্যানটির সামনের অংশ ও পেছনে থাকা মালামাল ক্ষতিগ্রস্ত হয়েছে।

ফেনী মডেল থানার ওসি মোহাম্মদ শহীদুল ইসলাম চৌধুরী জানান, ‘ডায়মন্ড কার্গো সার্ভিস’ নামে একটি কভার্ড ভ্যান চট্টগ্রাম থেকে মালামাল নিয়ে অন্যত্র যাচ্ছিল।

আগুনের খবরে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে জানিয়ে ওসি আরও বলেন, এ ঘটনায় কভার্ড ভ্যানটির মালিক মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন।

পুলিশ ঘটনার সঙ্গে জড়িতদের আটকের চেষ্টা চালাচ্ছে।

ফেনীর পুলিশ সুপার (এসপি) জাকির হাসান জানান, হরতালে সড়ক-মহাসড়কে নাশকতা এড়াতে ও আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখতে পুলিশের একাধিক দল কাজ করছে। পুলিশের পাশাপাশি র‍্যাব ও বিজিবির সদস্যরাও টহলে আছেন।

এদিকে, হরতাল-অবরোধ নাশকতা ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাধা প্রদানকারীদের প্রতিহত করতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর ২৭ কিলোমিটার অংশে এবং জেলা শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের সহস্রাধিক নেতা-কর্মী পালাক্রমে ২৪ ঘণ্টা অবস্থান করছেন বলে জানিয়েছে সদর উপজেলার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শুসেন চন্দ্র শীল।

জেলা বিএনপির সদস্যসচিব আলাল উদ্দিন আলাল বলেন, “শাসক দলের নেতা-কর্মীরা মহাসড়কের বিভিন্ন পয়েন্টে অবস্থান নিয়েছেন। তারাই ট্রাক/কভার্ডভ্যানে আগুন দিয়ে এখন আমাদের ওপর দায় চাপাচ্ছেন। ইতোপূর্বে একটি ট্রাকে আগুনের ঘটনায় এক যুবলীগ নেতা গ্রেপ্তারও হয়েছেন।”