“আয়নুলের চিৎকারে ফাতেমা এগিয়ে গেলে তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হন এবং ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়।
Published : 16 Apr 2025, 12:13 PM
পাবনার ঈশ্বরদীতে অটোরিকশা চার্জ দিতে গিয়ে এক ব্যক্তি এবং তাকে বাঁচাতে গিয়ে এক নারী বিদ্যুৎস্পৃষ্টে নিহত হয়েছেন।
মঙ্গলবার সন্ধ্যা ৭টায় পাকশী রেলওয়ের এমএস কলোনিতে এ ঘটনা ঘটে বলে পাকশী পুলিশ ফাঁড়ির পরিদর্শক শাকিউল আজম জানান।
নিহতরা হলেন- উপজেলার পাকশী ইউনিয়নের হঠাৎপাড়ার ফজল অলী মতব্বরের ছেলে আয়নুল হক মাতব্বর (৪০) ও এমএস কলোনির ফাতেমা খাতুন (৬৫)।
স্থানীয়দের বরাতে পরিদর্শক শাকিউল বলেন, “আয়নুল তার অটোরিকশা চার্জ দেওয়ার জন্য এমএস কলোনিতে ফাতেমা খাতুনের গ্যারেজে যান। সেখানে চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি।
“এ সময় আয়নুলের চিৎকারে ফাতেমা এগিয়ে গেলে তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হন এবং ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ গিয়ে তাদের লাশ উদ্ধার করে।”
ঈশ্বরদীর থানার ওসি শাহিদুল ইসলাম বলেন, পরিবারের আবেদনের প্রেক্ষিতে দুজনের মরদেহ ময়নাতদন্ত ছাড়াই তাদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় এখনও কোনো অভিযোগ পাওয়া যায়নি। কেউ অভিযোগ করলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।