এবার পাশের হার ৭৭ দশমিক ৫৬ শতাংশ। জিপিএ ৫ পেয়েছে ১২ হাজার ২৯৫ শিক্ষার্থী।
Published : 15 Oct 2024, 05:21 PM
এইচএসসি পরীক্ষায় দিনাজপুর শিক্ষা বোর্ডের অধীনে এবার পাসের হার-জিপিএ ৫ গত বছরের তুলনায় বেড়েছে। একইসঙ্গে শতভাগ পাস বা ফেল করা শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যাও।
মঙ্গলবার বেলা ১১টায় দিনাজপুর শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক স ম আব্দুস সামাদ আজাদ তার কার্যালয়ে সংবাদ সম্মেলনে এইচএসসি পরীক্ষার ফলাফল ঘোষণা করার সময় এসব তথ্য জানান।
তিনি জানান, ২০২৪ সালে এইচএসসি পরীক্ষায় এই বোর্ডের অধীনে রংপুর বিভাগের ৮টি জেলার ৬৬৫টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে ১ লাখ ১২ হাজার ১১৫ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। তার মধ্যে পাশ করেছে ৮৬ হাজার ৯৫৪ জন।
অর্থাৎ পাশের হার ৭৭ দশমিক ৫৬ শতাংশ। গত বছরে যা ছিল ৭৪ দশমিক ৪৮ শতাংশ।
এবার জিপিএ ৫ প্রাপ্তিও বেড়েছে, পেয়েছে ১২ হাজার ২৯৫ শিক্ষার্থী। গত বছরে ছিল ৬ হাজার ৪৫৯ জন।
এই ফলাফলে ছাত্রদের চেয়ে ছাত্রীরা ভালো করেছে জানিয়ে তিনি আরও বলেন, “ছাত্রদের পাশের হার ৭৩ দশমিক ৯৭ শতাংশ এবং জিপিএ ৫ পেয়েছে ছয় হাজার ১৮৫ জন। পক্ষান্তরে ছাত্রীদের পাশের হার ৮১ দশমিক ১ শতাংশ এবং জিপিএ ৫ পেয়েছে আট হাজার ১১০ জন।“
এছাড়া এবার একজনও পাশ করেনি এমন কলেজের সংখ্যাও বেড়েছে। এমন কলেজের সংখ্যা এবার ২০টি; যা গত বছর ছিল ১৬টি। অন্যদিকে শতভাগ পাশ করেছে এমন কলেজের সংখ্যাও এবার বেড়ে হয়েছে ১৫টি। গত বছর ছিল ১৩টি।
বোর্ড চেয়ারম্যান আরও জানান, রাজনৈতিক পরিস্থিতির কারণে সারাদেশের মতো দিনাজপুর শিক্ষা বোর্ডেও এবারের এইচএসসি পরীক্ষায় সাতটি বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল। পরীক্ষা না হওয়া বিষয়গুলোর ফল এসএসসির ফলের ওপর ভিত্তি করে নির্ধারণ করা হয়েছে।