Published : 15 May 2024, 12:58 PM
লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলা পরিষদের নির্বাচনি প্রচার চালানোর সময় সাবেক সমাজকল্যাণ মন্ত্রীর ছেলে রাকিবুজ্জামান আহমেদের সমর্থককে মারধর ও নারী কর্মীদের সঙ্গে অশোভন আচরণ করার অভিযোগ উঠেছে প্রতিদ্বন্দ্বী প্রার্থী মাহবুবুজ্জামান আহমেদের বিরুদ্ধে।
এ ঘটনায় মঙ্গলবার রাতে কালীগঞ্জ থানা ও রিটার্নিং কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দিয়েছেন আনারস প্রতীকের প্রার্থী রাকিবুজ্জামান আহমেদ।
এর আগে এদিন বিকালে উপজেলার কাশীরাম গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনার পরপরই ঘটনাস্থল পরিদর্শন করেন সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা জহির ইমাম এবং কালীগঞ্জ থানার ওসি ইমতিয়াজ কবির।
অভিযোগের মুখে থাকা ঘোড়া প্রতীকের মাহাবুবুজ্জামান আহমেদ সাবেক সমাজকল্যাণ মন্ত্রী ও লালমনিরহাট-২ আসনের বর্তমান সংসদ সদস্য নুরুজ্জামান আহমেদের ছোট ভাই। রাকিবুজ্জামান সম্পর্কে তার ভাতিজা।
লিখিত অভিযোগের বরাতে সহকারী রিটার্নিং কর্মকর্তা জহির ইমাম বলেন, “ভোটের প্রচার শুরুর পর থেকেই চেয়ারম্যান প্রার্থী ঘোড়া প্রতীকের মাহাবুবুজ্জামান আহমেদ তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী আনারস প্রতীকের রাকিবুজ্জামান আহমেদের সমর্থক ও কর্মীদের ফোনে ও প্রকাশ্যে হুমকি দিয়ে আসছেন। এরই ধারাবাহিকতায় রাকিবুজ্জামান মঙ্গলবার বিকালে কাশীরাম গ্রামে প্রচার চালাতে যান। এ সময় তার সমর্থকদের গতিরোধ করেন প্রতিদ্বন্দ্বী প্রার্থী মাহাবুবুজ্জামান ও তার দুই ছেলে।
“এক পর্যায়ে আনারস প্রতীকের অন্যতম কর্মী মেহরাবুর রহমান ওরফে কাজী আদেলকে প্রকাশ্যে চড় মারেন ঘোড়া প্রতীকের মাহাবুবুজ্জামান। এ সময় সেখানে উপস্থিত থাকা রাকিবুজ্জামানের স্ত্রী ও ফুফুসহ অন্য নারী কর্মীদের অশ্লীল ভাষায় গালমন্দসহ হুমকি দিয়ে অশোভন আচরণ করেন মাহাবুবুজ্জামান।“
ঘটনার পর ভুক্তভোগী মেহরাবুর রহমান সাংবাদিকদের বলেন, “রাকিবুজ্জামান আহমেদের পক্ষে নির্বাচনি কাজ করায় আমাকে প্রকাশ্যে সকলের সামনে থাপ্পড় মেরেছেন অপর চেয়ারম্যান প্রার্থী মাহাবুবুজ্জামান আহমেদ।
“এ সময় নারী কর্মীদের অকথ্য ভাষায় হুমকি ও গালমন্দ করেন তিনি।”
সহকারী রিটার্নিং কর্মকর্তা বলেন, “খবর পেয়েই ঘটনাস্থলে গিয়ে সেখানকার প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলেছি। আনারস প্রতীকের প্রার্থী রাকিবুজ্জামান আহমেদ একটি লিখিত অভিযোগ দিয়েছেন; যা তদন্তাধীন রয়েছে।”
কালীগঞ্জ থানার ওসি ইমতিয়াজ কবির বলছেন, মোবাইল ফোনে খবর পেয়েই ঘটনাস্থলে উপস্থিত হন তিনি। প্রাথমিক তদন্তে ঘটনা সত্যতা পাওয়া গেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
নির্বাচনি প্রচারের শুরু থেকেই মাহাবুবুজ্জামান আহমেদ ‘উগ্র আচরণ’ দেখাচ্ছেন বলে আনারস প্রতীকের প্রার্থী রাকিবুজ্জামানের অভিযোগ।
তিনি বলছেন, “মঙ্গলবার আমার কর্মীর ওপর মাহাবুবুজ্জামান নিজেই হাত তুলেছেন। নারী কর্মীদের অশ্রাব্য ভাষায় গালি দিয়েছেন। এসব বিষয় নিয়ে জেলা রিটার্নিং অফিসার বরাবর অভিযোগ দেওয়া হয়েছে।”
অভিযোগ অস্বীকার ঘোড়া প্রতীকের চেয়ারম্যান প্রার্থী মাহাবুবুজ্জামান আহমেদ বলেন, “আমার বিরুদ্ধে আনা অভিযোগ অসত্য এবং বানোয়াট।”