এছাড়া তিন জেলেকে ৫ হাজার টাকা করে জরিমানা এবং অপ্রাপ্ত বয়স্ক হওয়ায় সাত জেলের কাছ থেকে মুচলেকা রেখে অভিভাবকের জিম্মায় ছাড়া হয়েছে।
Published : 21 Oct 2024, 09:33 PM
সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে চাঁদপুরের পদ্মা-মেঘনার অভয়াশ্রম এলাকায় ইলিশ শিকারের দায়ে ৩১ জেলেকে কারাদণ্ড দিয়েছে আদালত।
সোমবার রাতে এ কথা জানান, অভিযানে অংশ নেওয়া সদর উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা মো. মিজানুর রহমান।
তিনি বলেন, রোববার বিকাল থেকে সোমবার সন্ধ্যা পর্যন্ত চাঁদপুরের পদ্মা-মেঘনা নদীর হরিনা, বহরিয়া, গাজীর টেক ও আনন্দ বাজার এলাকায় জেলা ও উপজেলা টাস্কফোর্স অভিযান চালিয়ে জেলেদের আটক করে।
পরে ১৯ জেলেকে ১২ দিন করে, ১২ জেলেকে ১৫ দিনের করে কারাদণ্ড, তিন জেলেকে ৫ হাজার টাকা করে জরিমানা এবং অপ্রাপ্ত বয়স্ক হওয়ায় সাত জেলের কাছ থেকে মুচলেকা রেখে অভিভাবকের জিম্মায় ছাড়ে ভ্রাম্যমাণ আদালত।
এ সময় জেলেদের হেফাজতে থাকা ইঞ্জিন চালিত দুটি মাছ ধরার নৌকা, ২৫ কেজি ইলিশ এবং ১০ হাজার মিটার অবৈধ কারেন্টজাল জব্দ করা হয়।
আলাদা দুইটি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন হাজীগঞ্জ উপজেলার ইউএনও তাপস শীল এবং ডিসি কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী হাকিম মো. জাকারিয়া হোসেন।
জেলা টাস্কফোর্সের তিনটি অভিযানে মৎস্য অধিদপ্তর চাঁদপুরের তিনটি স্পিডবোটসহ জেলা প্রশাসনের নির্বাহী হাকিম মো. জাকারিয়া হোসেন, মৎস্য প্রশিক্ষণ ইনস্টিটিউট চাঁদপুরের টেকনোলজিস্ট মো. হাসিব রানা, চাঁদপুর সদর উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা মো. মিজানুর রহমান, সহকারী মৎস্য কর্মকর্তা (ইলিশ প্রকল্প) এসএম মুশফিকুর রহমান, উপসহকারী মৎস্য কর্মকর্তা মো. জামিল হোসেন ছিলেন। কোস্টগার্ড ও নৌ পুলিশ সদস্যরা সহযোগিতা করেন।