শেরপুরগামী পণ্যবাহী একটি ট্রাক তাদের চাপা দেয়।
Published : 04 Dec 2024, 03:27 PM
শেরপুরের নকলা উপজেলায় রাস্তা পারাপারের সময় ট্রাকের চাপায় এক নারী ও তার নাতির মৃত্যু হয়েছে।
মঙ্গলবার বিকালে উপজেলার ধুকুড়িয়া পশ্চিম পাড়া এলাকার ময়মনসিংহ-নালিতাবাড়ী আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে বলে নকলা থানার ওসি হাবিবুর রহমান জানান।
নিহতরা হলেন-ওই এলাকার কফিল উদ্দিনের স্ত্রী সিন্দুরী বেগম (৬০) ও তার ছেলে রেফাজ উদ্দিনের দুই বছর বয়সী ছেলে তাসলিম।
ওসি হাবিবুর বলেন, “সিন্দুরী তার নাতি তাসলিমকে নিয়ে রাস্তা পার হচ্ছিলেন। পথে শেরপুরগামী পণ্যবাহী একটি ট্রাক তাদের চাপা দেয়। এতে তাসলিম ঘটনাস্থলেই মারা যায়।
“স্থানীয়রা গুরুতর অবস্থায় সিন্দুরীকে উদ্ধার করে নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। পরে সেখান থেকে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার সকালে সিন্দুরীর মৃত্যু হয়।”
ঘটনার পর চালক ট্রাক রেখে পালিয়ে গেছে জানিয়ে এ পুলিশ কর্মকর্তা বলেন, এ ঘটনায় মামলা দায়েরের বিষয়টি প্রস্তুতি চলছে।