Published : 22 Dec 2024, 09:41 PM
গাজীপুরের শ্রীপুর পৌরসভার বেড়াইদেরচালা এলাকায় আগুনে চারটি বসতবাড়ির ২০টি ঘর পুড়ে গেছে।
রোববার বিকাল পৌনে ৫টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিসের একটি ইউনিট পৌনে এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
শ্রীপুর ফায়ার সার্ভিসের পরিদর্শক মাহমুদুল হাসান এসব তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, “বেড়াইদেরচালা এলাকার সিদ্দিকুর রহমান, মজিবুর রহমান, মিজান ও সাইদুরের টিনশেডের চারটি বাসাবাড়িতে আগুন লাগে। পরে শ্রীপুর ফায়ার সার্ভিসে খবর দিলে তাদের একটি ইউনিট কর্মীরা গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।
“বিকাল পৌনে ৬টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনলেও ততক্ষণে ওই চারটি বাসার ২০টি ঘর ও আসবাবপত্র পুড়ে যায়।”
বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে জানিয়ে ফায়ার সার্ভিস কর্মকর্তা মাহমুদুল হাসান বলেন, “এতে আনুমানিক ২৫ থেকে ৩০ লাখ টাকার ক্ষতি হয়েছে।”