উদ্ধার করা অস্ত্রটি ৫ অগাস্ট চাটখিল থানা থেকে লুট হওয়া রাইফেলের একটি।
Published : 23 Jan 2025, 08:34 PM
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় নোয়াখালীর চাটখিল থানা থেকে লুট হওয়া একটি চায়না রাইফেল উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার বিকালে চাটখিল থানার পুকুর থেকে রাইফেলটি উদ্ধার করা হয় বলে জানান চাটখিল থানার ওসি ফিরোজ উদ্দিন চৌধুরী।
আগ্নেয়াস্ত্রটি কে বা কারা পুকুরে ফেলে রেখেছে, সে বিষয়ে কোনো তথ্য জানাতে পারেনি পুলিশ।
ওসি ফিরোজ উদ্দিন চৌধুরী জানান, ৫ অগাস্ট চাটখিল থানা ও পুলিশ ফাঁড়িতে হামলা চালিয়ে বেশ কিছু অস্ত্র লুট করে নিয়ে যায় একদল লোক। এর মধ্যে এখনো ১১টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা যায়নি।
তিনি বলেন, গোপন খবর পেয়ে বিকালে পুকুরে তল্লাশি চালানো হয়। এ সময় একটি চাইনা রাইফেলটি উদ্ধার হয়। উদ্ধার করা রাইফেলটির কাগজপত্র মিলিয়ে দেখা হবে।
তবে আন্দোলনের সময় চাটখিল থানা থেকে লুট হওয়া অস্ত্রের মধ্যে এখনো তিনটি চায়না রাইফেলের কোনো হদিস পাওয়া যায়নি বলে জানান ওসি ফিরোজ উদ্দিন।