টেকনাফে ‘মুক্তিপণের দাবিতে ২ শিশুকে অপহরণ’

স্বজনদের দাবি, অটোরিকশা যোগে ২/৩ জন এসে অস্ত্রের মুখে শিশু দুটিকে তুলে নিয়ে যায়।

কক্সবাজার প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 3 March 2023, 06:22 PM
Updated : 3 March 2023, 06:22 PM

কক্সবাজারের টেকনাফে মুক্তিপণের দাবিতে দুই শিশুকে অপহরণ করার অভিযোগ পাওয়া গেছে। 

শুক্রবার বিকালে উপজেলার বাহারছড়া ইউনিয়নের মারিশবুনিয়া এলাকায় ঘটনা ঘটেছে বলে বাহারছড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. মশিউর রহমান জানান।

শিশু দুটি হচ্ছে: টেকনাফের বাহারছড়া ইউনিয়নের মারিশবুনিয়া এলাকার মোহাম্মদ আলীর ছেলে মো. ওবায়দুল্লাহ (১৫) এবং একই এলাকার হোসাইন আলীর ছেলে মো. সালমান (৬)। 

শিশুদের স্বজন ও স্থানীয়দের বরাতে মশিউর রহমান বলেন, “শুক্রবার সন্ধ্যার আগে ওই এলাকার প্রতিবেশী দুই শিশু বাড়ি থেকে খেলতে বের হয়। এক পর্যায়ে এরা বাড়ির পাশের সোনার পাড়া-টেকনাফ আন্তঃসড়কে চলে আসে। এ সময় দুই/তিনজন অস্ত্রধারী অটোরিকশা যোগে সেখানে এসে শিশু দুটিকে তুলে নিয়ে যায়।”

স্বজনদের দাবি, অপহৃত দুই শিশুর মধ্যে একজনের কাছে মোবাইল ফোন ছিল। ঘটনার পর রাত সাড়ে ৮টার দিকে শিশুটির ওই মোবাইল ফোনের নম্বর থেকে কল করে জানায় দুর্বৃত্তরা ৪ লাখ টাকা মুক্তিপণ দাবি করেছে। 

পরিদর্শক বলেন, “রাত ১১টার মধ্যেই দুর্বৃত্তরা মুক্তিপণের টাকা পরিশোধের জন্য সময় নির্ধারণ করে দিয়েছে। না হলে দুই শিশুকে মেরে ফেলারও হুমকি দেওয়া হয়েছে।” 

পুলিশ শিশু দুটিকে উদ্ধারে সম্ভাব্য সব জায়গায় অভিযান চালাচ্ছে বলে জানান মশিউর রহমান।