নেতাকর্মীদের চাপে ভিডিওটি পরে ডিলিট করে দেন সিংগাইরের জয়মন্টপ ইউনিয়ন যুবলীগ সভাপতি।
Published : 05 Oct 2023, 04:23 PM
যুদ্ধাপরাধী জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর ভিডিও শেয়ার দেওয়া নিয়ে বিরোধে জড়িয়েছেন যুবলীগের দুই নেতা, যে অভিযোগ গড়িয়েছে থানা পর্যন্ত।
মানিকগঞ্জের সিংগাইরে এ ঘটনায় জয়মন্টপ ইউনিয়ন যুবলীগের সভাপতি জাকির হোসেনের বিরুদ্ধে অভিযোগটি জমা দেন ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি মঞ্জুরুল করিম।
জাকিরের ফেইসবুক থেকে শেয়ার করা ভিডিওটি পরে নেতাকর্মীদের চাপে তিনি ডিলিট করে দেন। তবে পর আরেক পোস্টে জাকির এজন্য দায়ী করেন মঞ্জুরুলকে।
[প্রতিবেদনটি প্রথম ফেইসবুকে প্রকাশিত হয়েছিল ১ সেপ্টেম্বর ২০২৩ তারিখে: https://www.facebook.com/bdnews24/posts/pfbid02xozyUkN53N8ioL8NU94EaE2RQA31bgByopCNAhPZbTQjkiCs45ePKPLXcXstqzyu ]