মামলায় সরকারি কাজে বাধা, পুলিশের উপর আক্রমণ, মহাসড়কে যান চলাচলে বিঘ্ন সৃষ্টি ও নাশকতার অভিযোগ আনা হয়েছে৷
Published : 30 Jul 2023, 05:28 PM
নারায়ণগঞ্জে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বিএনপির অবস্থান কর্মসূচির সময় পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় মামলা হয়েছে। আসামি করা হয়েছে বিএনপির চার শতাধিক নেতা-কর্মীকে।
শনিবার রাতে সিদ্ধিরগঞ্জ থানায় বিস্ফোরক আইনে মামলাটি দায়ের করেন ওই থানার এসআই মমিনুল হক৷
মামলায় এজাহারনামীয় ২৩ জন এবং অজ্ঞাত আরও ৩০০-৪০০ জনকে আসামি করা হয় বলে জানান সিদ্ধিরগঞ্জ থানার ওসি গোলাম মোস্তফা৷
ওসি বলেন, মামলায় সরকারি কাজে বাধা, পুলিশের উপর আক্রমণ, মহাসড়কে যান চলাচলে বিঘ্ন সৃষ্টি ও নাশকতার অভিযোগ আনা হয়েছে৷ এ মামলায় সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে৷ তাদের ঘটনার সময়ই আটক করা হয়েছিল৷
প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার বেলা ১২টার দিকে সিদ্ধিরগঞ্জের চিটাগাং রোড এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অবস্থান নিতে গেলে বিএনপি নেতা-কর্মীদের বাধা দেয় পুলিশ। তখন বিএনপি-পুলিশের মধ্যে তর্কের এক পর্যায়ে সংঘর্ষ বেঁধে যায়৷ এ সময় পুলিশকে লাঠিচার্জ, রাবার বুলেট ও টিয়ারশেল ছুড়তেও দেখা যায়৷ বিএনপি নেতা-কর্মীরাও পাল্টা ইট-পাটকেল ছোড়ে৷
এতে অন্তত ১৫ জন নেতা-কর্মী আহত হয়েছেন বলে দাবি করেন বিএনপি নেতারা৷ তাদের মধ্যে একজন গুলিবিদ্ধ হয়েছেন বলেও জানান তারা৷
এদিকে সংঘর্ষে বিএনপির লোকজনের ছোড়া ইট-পাটকেলে পুলিশের তিনজন সদস্য আহত হন বলে জানান এসপি গোলাম মোস্তফা রাসেল৷
আরও পড়ুন
নারায়ণগঞ্জে বিএনপি-পুলিশ সংঘর্ষে আহত ১৮, মহানগরের আহ্বায়ক আটক