তাদের তিন সদস্য আহত হয়েছেন বলে দাবি নারায়ণগঞ্জের এসপি গোলাম মোস্তফা রাসেল৷
Published : 29 Jul 2023, 04:01 PM
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বিএনপির নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটেছে৷ এতে অন্তত ১৮ জন আহত ও মহানগর বিএনপির আহ্ববায়কসহ ৫ জন আটক হয়েছেন।
শনিবার দুপুর ১২টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সিদ্ধিরগঞ্জে সংঘর্ষের এ ঘটনা ঘটে বলে প্রত্যক্ষদর্শীরা জানায়।
তাদের তিন সদস্য আহত হয়েছেন বলে দাবি নারায়ণগঞ্জের এসপি গোলাম মোস্তফা রাসেল৷
পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ রাবার বুলেট ও কাঁদুনে গ্যাস ছুড়ে।
এদিকে, বিএনপির আহত ১৫ নেতাকর্মীর মধ্যে একজন গুলিবিদ্ধ হয়েছেন বলে দাবি করছেন মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক শাহেদ আহমেদ৷
তিনি বলেন, তারা শান্তিপূর্ণভাবে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অবস্থান নিতে গেলে পুলিশ লাঠিপেটা করে ধাওয়া দেয়৷ বিএনপি নেতাকর্মীদের ওপর পুলিশ গুলি ছুড়লে মহানগর ছাত্রদলের সাবেক সহ সাংগঠনিক সম্পাদক ফাইজুল ইসলাম গুলিবিদ্ধ হন৷
এ ছাড়া তিনি (শাহেদ আহমেদ), ফতুল্লা থানা বিএনপির সভাপতি শহিদুল ইসলাম টিটু, ছাত্রদল কর্মী শাফিন, শাহীনসহ অন্তত ১৫ জন আহত হয়েছেন৷
প্রত্যক্ষদর্শীরা জানান, বিএনপির নেতাকর্মীরা চিটাগাং রোডের ডাচ্ বাংলা ব্যাংকের মোড় দিয়ে মহাসড়কে উঠে অবস্থান নিতে গেলে পুলিশ তাদের বাধা দেয়৷ এ সময় তর্কবিতর্কের এক পর্যায়ে পুলিশের সাথে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষ বাধে৷ তখন পুলিশকে রাবার বুলেট ছুড়তে দেখা যায়৷ এতে কয়েকজন আহত হয়েছেন৷
নারায়ণগঞ্জের পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল সাংবাদিকদের বলেন, বিএনপি নেতাকর্মীরা সড়ক অবরোধ করে যান চলাচলে বাধা সৃষ্টির চেষ্টা করে৷ পুলিশ মহাসড়ক থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করলে তারা পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল ছুড়তে থাকে৷ পরে পুলিশ লাঠিপেটাসহ রাবার বুলেট ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে৷
তিনি আরও বলেন, “গতকাল প্রধানমন্ত্রী বলেছেন, রাস্তা বন্ধ করে কোনো কর্মসূচি পালন করা যাবে না। এ ছাড়া কর্মসূচির জন্য পুলিশের কাছ থেকে কোনো পার্মিশন নেওয়া হয়নি। সেজন্য আমরা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অবস্থান নিচ্ছিলাম। কেউ যদি মহাসড়কে এসে জনগণের জান মালের ক্ষতি করে, সাধারণ চলাচলে বিঘ্ন ঘটায় তাহলে আমরা আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব; আমরা সেটাই করেছি।
“শিমরাইল এলাকায় ডাচ্ বাংলা ব্যাংকের সামনে কিছু লোক রাস্তা বন্ধ করার চেষ্টা করেছে; আমরা স্বাভাবিক নিয়মে তাদের বলেছি, তারা কথা শুনেনি। তাই আইনানুগভাবে তাদের ছত্রভঙ্গ করে দিই। তাদের মধ্যে চার জনকে গ্রেপ্তার করা হয়েছে।”
পুলিশের এ অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।