“আমরা লাশের পাশ থেকে এক পাতা প্রেসার ও দুই পাতা ঘুমের ওষুধের খোসা পেয়েছি”, বলেন দাউদকান্দি থানার ওসি
Published : 06 Apr 2024, 01:18 AM
কুমিল্লার দাউদকান্দিতে নিজ ঘর থেকে যুগলের মরদেহ উদ্ধারের কথা জানিয়েছে পুলিশ।
মরদেহের পাশ থেকে ওষুধের খোসা পাওয়া গেছে জানিয়ে আইনশৃঙ্খলা বাহিনীটির ধারণা, তারা আত্মহত্যা করে থাকতে পারেন। তবে তদন্তের আগে চূড়ান্ত সিদ্ধান্তে আসতে চান না কর্মকর্তারা।
শুক্রবার রাত সাড়ে ১০ টার দিকে দাউদকান্দির গৌরীপুর এলাকার লক্ষ্মীপুর গ্রামের একটি ভবনের নিচতলার কক্ষ থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়।
তাৎক্ষণিকভাবে তাদের নাম জানাতে পারেনি পুলিশ। তবে তারা সেই ঘরটি ভাড়া দিয়েছিলেন বলে জানানো হয়েছে।
দাউদকান্দি থানার ওসি মো. মোজাম্মেল হোসেন বলেন, “আমরা ঘটনা শুনে ওই বাড়িতে গিয়ে খাটের ওপর থেকে দুইটি মরদেহ উদ্ধার করি। নিহতদের পরিচয় এখনও পাইনি। তবে তারা সম্পর্কে স্বামী-স্ত্রী বলে প্রাথমিকভাবে জেনেছি।
“ওই নারী কুমিল্লার বুড়িচং উপজেলার বাসিন্দা। আর পুরুষ নরসিংদী জেলার শিবপুর এলাকার বাসিন্দা।”
প্রাণ হারানো পুরুষ তিতাস উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে ওষুধের ব্যবসা করতেন বলেও জানতে পারার কথা জানান ওসি।
তারা বেশ কয়েকদিন ধরে এই ভবনটিতে থাকতেন জানিয়ে পুলিশ কর্মকর্তা বলেন, “আমরা লাশের পাশ থেকে এক পাতা প্রেসার ও দুই পাতা ঘুমের ওষুধের খোসা পেয়েছি। তাই প্রাথমিকভাবে ধারণা করছি তারা আত্মহত্যা করেছেন। তবে এটি তদন্তের বিষয়।”
কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে মরদেহ দুটির ময়নাতদন্ত হবে জানিয়ে তিনি বলেন, “এরপর মৃত্যুর কারণ বিস্তারিত বলা যাবে।”