সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় সংঘর্ষ: চোখে আঘাত পাওয়া এক শিক্ষার্থীকে ঢাকায় প্রেরণ

শুক্রবার রাতেই বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে পুলিশকে সরিয়ে নেওয়া হয়েছে ।

সিলেট প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 7 Jan 2023, 09:03 AM
Updated : 7 Jan 2023, 09:03 AM

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের দুপক্ষের সমর্থকদের মধ্যে সংঘর্ষে আহত এক শিক্ষার্থীকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

শনিবার দুপুরে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মো. মনিরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, উন্নত চিকিৎসার জন্য এক শিক্ষার্থীকে শুক্রবার রাতে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ঢাকায় পাঠানো হয়েছে। তার চোখে আঘাত লেগেছে।

ওমর ফারুক নামের ওই শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের বায়োটেকনোলজি ও জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। তার বাড়ি ময়মনসিংহে।

শুক্রবার বিকালে ছাত্রলীগের বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি-সাধারণ সম্পাদক এবং তাদের বিরোধীপক্ষের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ওমরসহ পাঁচ শিক্ষার্থী আহত হন।

বর্তমানে বিশ্ববিদ্যালয়ে পরিবেশ শান্তিপূর্ণ অবস্থায় রয়েছে বলে জানিয়ে প্রক্টর বলেন, “সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে তাকে ন্যাশনাল আই হাসপাতালে স্থানান্তরের পরামর্শ দেওয়া হয়। পরে বিশ্ববিদ্যালয়ের তত্ত্বাবধানে তাকে অ্যাম্বুলেন্সে করে ঢাকায় নেওয়া হয়।

Also Read: কর্মীসভা নিয়ে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের দুপক্ষে সংঘর্ষ

“শনিবার তার অস্ত্রোপচার হবে।ফারুকের পরিবারের লোকেরা তার সঙ্গে রয়েছেন।”

এদিকে শুক্রবার রাতেই বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে পুলিশকে সরিয়ে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন মনিরুল ইসলাম।

প্রত্যক্ষদর্শী ও বিশ্ববিদ্যালয়ে কর্মরত সাংবাদিকরা জানান, বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি আশিকুর রহমান ও সাধারণ সম্পাদক মো. এমাদুল হোসাইন বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে শুক্রবার দুপুর আড়াইটায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় অডিটরিয়ামে কৃষি অর্থনীতি ও ব্যবসায় শিক্ষা অনুষদীয় ছাত্রলীগের কর্মীসভার ঘোষণা দেন।

এতে বাধা দেন সভাপতি-সাধারণ সম্পাদকের বিরোধীরা। ওই পক্ষের নেতৃত্বে আছেন বিশ্ববিদ্যালয় শাখার সহসভাপতি শরীফ হোসাইন, সাব্বির মোল্লা, সাংগঠনিক সম্পাদক আরমান হোসাইন, আকাশ ভূঁইয়া ও প্রান্ত ইসলাম।

এ সময় উভয় পক্ষের মধ্যে সংঘর্ষের সূত্রপাত হয়। তখন পাঁচটি আবাসিক হল থেকে দুই পক্ষের সমর্থকরা এক অপরের দিকে ইট-পাটকেল নিক্ষেপ করতে থাকে। এতে আহতের ঘটনা ঘটে।