হাতুড়ির আঘাতে গ্রাম পুলিশ সদস্যের কাঁধের হাড় ও বাম হাত ভেঙে গেছে।
Published : 04 Apr 2025, 03:03 PM
টাঙ্গাইলের সখীপুর উপজেলায় ‘মাদক সেবনে বাধা’ দেওয়ায় এক গ্রাম পুলিশকে হাতুড়ি দিয়ে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে।
বৃহস্পতিবার বিকালে উপজেলার আমতৈল বাজার এলাকায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন সখীপুর থানার ওসি জাকির হোসেন।
আহত নুরুল হক (৫২) উপজেলার আমতৈল এলাকার বাসিন্দা। তাকে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মামলার বরাতে পুলিশ জানায়, বৃহস্পতিবার উপজেলার বহেড়াতৈল ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য দুলাল হোসেন আমতৈল এলাকায় কয়েকজন মাদকসেবীর মাদক সেবনের খবর পান।
কিন্তু তিনি ঘটনাস্থল থেকে দূরে থাকায় স্থানীয় গ্রাম পুলিশ সদস্য নুরুল ইসলামকে বিষয়টি জানান এবং মাদক সেবনে বাধা দিতে বলেন। তখন নুরুল ইসলাম স্থানীয়দের নিয়ে গিয়ে মাদকসেবীদের বাধা দেন।
এ ঘটনায় ক্ষিপ্ত মাদকসেবীরা পরে নুরুল ইসলামকে আমতৈল বাজারের কাছে একা পেয়ে হাতুড়ি দিয়ে পিটিয়ে আহত করে।
গুরুতর আহত নুরুল ইসলামকে প্রথমে সখিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসক জানিয়েছেন, হাতুড়ির আঘাতে গ্রাম পুলিশ সদস্যের কাঁধের হাড় ও বাম হাত ভেঙে গেছে।
সখীপুর থানার ওসি জাকির হোসেন বলেন, এ ঘটনায় নুরুল হকের ছেলে নাজমুল হোসেন বাদী হয়ে সখীপুর থানায় মামলা করেছেন। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।