“সঠিক ও ন্যায় বিচারের আশায় আমার ছেলের লাশ উত্তোলন করা হয়েছে৷ আমি ন্যায় বিচার দাবি করছি।”
Published : 29 Jan 2025, 03:29 PM
সিলেটের গোলাপগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত সানি আহমদের মরদেহ আদালতের নির্দেশে কবর থেকে তোলা হয়েছে।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়সাল মাহমুদ ফুয়াদের উপস্থিতিতে বুধবার দুপুরে উপজেলার পশ্চিম আমুড়া ইউনিয়নের শীলঘাট গ্রাম থেকে মরদেহটি তোলা হয়।
এ সময় সানি হত্যা মামলার তদন্ত কর্মকর্তা ও সিআইডির পরিদর্শক ইফতেখার আহমদসহ সিআইডির টিম ও গোলাপগঞ্জ মডেল থানার পুলিশ উপস্থিত ছিলেন।
নিহত সানি আহমদ শীলঘাট গ্রামে গ্রামের কয়ছর আহমদের ছেলে।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফয়সাল মাহমুদ ফুয়াদ বলেন, “আদালতের নির্দেশে সানির লাশ ময়নাতদন্তের জন্য তোলা হয়েছে।”
ছাত্র-জনতার আন্দোলনে সিলেটে নিহতদের মধ্যে সানির আহমদের মরদেহ প্রথম কবর থেকে তোলা হল। সানি হত্যাকাণ্ডের ঘটনায় গোলাপগঞ্জ মডেল থানায় দুটি মামলা রেকর্ড করা হয়েছে। দুটি মামলার বাদী সানির বাবা কয়ছর আহমদ।
এর মধ্যে একটি মামলা দায়ের হয় ২৭ অগাস্ট। অপরটি আদালতের নির্দেশে ১১ সেপ্টেম্বর করা হয়।
সানির লাশ তোলার পর তার বাবা কয়ছর সাংবাদিকদের বলেন, “সঠিক ও ন্যায় বিচারের আশায় আমার ছেলের লাশ উত্তোলন করা হয়েছে৷ আমি প্রশাসনের কাছে ন্যায় বিচার দাবি করছি।”
স্থানীয় ইউপি সদস্য আব্দুল গফফার কুটি বলেন, “সানিসহ উপজেলায় যারা নিহত হয়েছেন, তাদের হত্যার সঙ্গে যারা জড়িত সঠিক তদন্তের মাধ্যমে তাদেরকে আইনের আওতায় আনার দাবি করছি।”