শিশুটি বুধবার ঢাকা থেকে বরিশালের গৌরনদীতে দাদার বাড়ি বেড়াতে গিয়েছিল।
Published : 16 Jan 2025, 02:42 PM
ঢাকা থেকে বরিশালের গৌরনদী উপজেলায় দাদার বাড়িতে বেড়াতে এসে নিখোঁজ ১০ বছর বয়সী শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার ভোরে উপজেলার হোসনাবাদ গ্রামের রাস্তার পাশে একটি পরিত্যক্ত ডোবা থেকে লাশটি উদ্ধার করা হয় বলে গৌরনদী থানার ওসি মো. ইউনুস মিয়া জানান।
শিশু সাফওয়ান উপজেলার মধ্য হোসনাবাদ গ্রামের ইমরান শিকদারের ছেলে।
স্বজনদের বরাতে পুলিশ জানায়, বুধবার সাফওয়ান দাদার বাড়ি বেড়াতে আসে। দুপুর ২টার দিকে স্থানীয় শিশুদের সঙ্গে খেলতে গিয়ে নিখোঁজ হয় সে।
অনেক খোঁজাখুঁজি করেও না পেয়ে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন শিশুটির দাদা বারেক শিকদার। ভোরে ফজরের নামাজ শেষে স্থানীয়রা রাস্তার পাশে ডোবায় শিশুটির লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়।
ওসি ইউনুস মিয়া বলেন, “শিশুর চোখ ও কানের নিচে আঘাতের চিহ্ন রয়েছে। কিভাবে তার মৃত্যু হয়েছে ময়নাতদন্ত প্রতিবেদন না পেলে বলা যাবে না।”
সিআইডির ফরেনসিক টিম এসে আলামত সংগ্রহ করবে। তারপর লাশ ময়নাতদন্তের জন্য বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে বলে জানায় পুলিশ।