বক্তারা, অবিলম্বে পার্বত্য চুক্তির সব কটি মৌলিক ধারা বাস্তবায়নের জন্য অন্তর্বর্তীকালীন সরকারকে অনুরোধ জানান।
Published : 01 Dec 2024, 04:32 PM
অবিলম্বে পার্বত্য চুক্তি বাস্তবায়নের দাবিতে খাগড়াছড়িতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (এমএন লারমা)।
পার্বত্য চট্টগ্রাম যুব সমিতি, হিল উইমেন্স ফেডারেশন ও পাহাড়ি ছাত্র পরিষদের নেতাকর্মীরা রোববার বিকাল ৩টায় জেলা সদরের মহাজন পাড়া থেকে বিক্ষোভ মিছিলটি বের করেন। পরে জেলা আদালতের সামনে প্রতিবাদ সমাবেশ হয়।
এতে বক্তব্য দেন পাহাড়ি ছাত্র পরিষদের সহসভাপতি সুনেন্টু চাকমা, যুব সমিতির দীঘিনালা থানা কমিটির সাংগঠনিক সম্পাদক রয়েল চাকমা, পিসিপির সাবেক নেতা রাজ্যময় চাকমা, হিল উইমেন্স ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি সভানেত্রী মায়া চৌধুরী, যুব সমিতির কেন্দ্রীয় সভাপতি জ্ঞানপ্রিয় চাকমা।
এ সময় বক্তারা, অবিলম্বে পার্বত্য চুক্তির সব কটি মৌলিক ধারা বাস্তবায়নের জন্য অন্তর্বর্তীকালীন সরকারকে অনুরোধ জানান।
প্রতিবাদকারীরা বলেন, ২৭ বছর ধরে সরকার চুক্তি বাস্তবায়ন না করে কালক্ষেপণ করেছে। মানুষ আশা করেছিল, অন্তর্বর্তী সরকার চুক্তি বাস্তবায়নে আন্তরিক হবেন কিন্তু সেরকম কোনো পদক্ষেপ এখনো নেওয়া হয়নি।
শান্তি চুক্তি বাস্তবায়ন না করলে পাহাড়ে জুম্ম জনগণ চুক্তির পূর্ববর্তী অবস্থায় ফিরে যাবে বলে সমাবেশ থেকে হুঁশিয়ারি দেওয়া হয়। এ সময় বক্তারা পার্বত্য চট্টগ্রাম নিয়ে ষড়যন্ত্র বন্ধ করে শান্তি চুক্তির পূর্ণাঙ্গ বাস্তবায়নের দাবি জানান।
১৯৯৭ সালের ২ ডিসেম্বর তৎকালীন আওয়ামী লীগ সরকার ও পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির মধ্যে পার্বত্য চুক্তি বা শান্তি চুক্তি স্বাক্ষরিত হয়। তবে চুক্তির মৌলিক ধারাগুলো বাস্তবায়ন হয়নি বলে অভিযোগ পাহাড়ের আঞ্চলিক সংগঠনগুলোর।